সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষের সপ্তাহে আচমকাই বিনোদুনিয়ায় নক্ষত্রপতন। সদ্য এদেশ হারিয়েছে কিংবদন্তি তবলা বাদক উস্তাদ জাকির হুসেনকে। আর এবার ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল। সোমবার মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক। বয়স হয়েছিল ৯০। গত ১৪ ডিসেম্বর নব্বইতম জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ছিলেন পরিচালক। সেই সেলিব্রেশনে উপস্থিত ছিলেন অভিনেতা কুলভূষণ খারবন্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজমি, রজিত কাপুর, অতুল তিওয়ারি, শশী কাপুরের পুত্র কুণালের মতো তারকারা। সেই সেলিব্রেশনেও খুশির মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। গোটা সন্ধ্যা সিনে আড্ডায় মেতেছিলেন পরিচালক শ্যাম। আর আজ অনুরাগীদের কাঁদিয়ে পরলোকে ভারতীয় চলচ্চিত্রের প্রিয় পরিচালক।
শ্যাম বেনেগলের প্রয়াণে এক্স প্রোফাইলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, 'শ্য়াম বেনেগলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। যার গল্প বলার ক্ষমতা ভারতীয় সিনেমায় অনন্য। তাঁর কাজ সবসময় সমাজের সমস্ত শ্রেণির মানুষের কাছে প্রশংসা পাবে। ওঁর পরিবার ও পরিজনের জন্য সমবেদনা রইল।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। সমান্তরাল ছবির স্তম্ভ ছিলেন তিনি। তাঁর সতীর্থ ও সিনেপ্রেমীদের কাছে প্রচুর ভালোবালা পেয়েছেন তিনি। পরিচালকের পরিবারের প্রতি সমবেদনা রইল।'
এক্স প্রোফাইলে শোকপ্রকাশ করেছেন শশী থারুর। শোকপ্রকাশ করেছেন পরিচালক শেখর কাপুর।
শ্যাম বেনেগলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারও। তিনি লেখেন, 'অত্য়ন্ত ব্যথিত শ্যাম বেনেগলের মৃত্যু সংবাদ পেয়ে। আমাদের দেশের অন্যতম দক্ষ পরিচালক ছিলেন। উনি ভারতীয় চলচ্চিত্রের লেজেন্ড। ওম শান্তি।'
গত ১৪ ডিসেম্বরেই ৯০ বছর বয়সে পা দেন ভারতীয় চলচ্চিত্রর কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ ভারতীয় সিনেমার মাইলফলক। শুধু তাই নয়, ২০০১ সালে মুক্তি প্রাপ্ত 'জুবেদা' ছবিটি বক্স অফিসের সঙ্গে সঙ্গে সমালোচকদের মন জয় করেছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন করিনা কাপুর, মনোজ বাজপেয়ী এবং রেখা। ১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শ্য়াম বেনেগল। ১৯৯১ সালে তাঁকে দেওয়া হয় পদ্ম ভূষণও।
৯০ বছর বয়সে পা দিলেও তিনি নিজের কাজ নিয়ে সদা ব্যস্ত থাকতেন। গত বছরই ‘মুজিব: দ্যা মেকিং অফ নেশন’ নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন। বঙ্গবন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত ফারিয়া। ‘মুজিব’ ছবির মুক্তি নিয়ে বাংলাদেশে বিতর্কের ঝড় বয়েছিল।