সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ভারতে মিউজিক্যাল ট্যুরে এসে বিশ্বরেকর্ড গড়েছে কোল্ড প্লে (Coldplay)। সর্বকালের সর্বাধিক দর্শক টেনে নাম তুলেছে গিনেস বুকে। আর ঠিক তার পরই ধর্ম কর্ম করতে প্রয়াগরাজে ছুটলেন ক্রিস মার্টিন (Chris Martin)। মুম্বইয়ে পা রেখেই প্রেমিকা ডেকোটা জনসনকে নিয়ে ঐতিহ্যবাহী শিবমন্দিরে পুজো দিয়েছিলেন ক্রিস। আর এবার ভারতে কোল্ড প্লের নতুন মাইলস্টোন গড়ে মহাকুম্ভে যোগ দিলেন ব্রিটিশ রকব্যান্ডের ফ্রন্টম্যান।
আহমেদাবাদে মিউজিক্যাল ট্যুর শেষ করেই প্রেমিকা ডেকোটা জনসন এবং ব্যান্ডের বাকি সদস্যদের নিয়ে মহাকুম্ভে পৌঁছে গিয়েছিলেন ক্রিস মার্টিন। প্রয়াগরাজ থেকে সেই ছবিও ভাইরাল হয়েছিল। তবে ব্রিটিশ রক ব্যান্ডের সদস্যরা আস্থার ডুব দিলেন কিনা? দর্শক-অনুরাগীদের সেই কৌতূহল ছিল তুঙ্গে। তক্কে তক্কে ছিলেন ক্রিস, ডেকোটার পুন্যস্নানের ভিডিও দেখার জন্য। এবার সেই অপেক্ষার অবসান। ভিডিওতে দেখা গেল, ত্রিবেণী সঙ্গমে গিয়ে শাহি স্নানে মত্ত ক্রিস এবং ডেকোটা। উচ্ছ্বসিত হয়েই আস্থার ডুব দিলেন। হাসিমুখে করজোরে প্রার্থনাও করতে দেখা গেল তাঁদের। আর সোশাল পাড়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্রিস মার্টিন এবং হলিউড অভিনেত্রী ডেকোটা জনসনের প্রশংসায় পঞ্চমুখ সকলে। পশ্চিমী বিনোদুনিয়ার দুই তারকাকে 'সংস্কারি' বলেও তকমা দিলেন।
প্রসঙ্গত, ভারতে মিউজিক্যাল সফর শুরু আগে মুম্বইয়ের ঐতিহ্যবাহী প্রাচীন শিবমন্দিরে ভক্তিভরে পুজো দেন ক্রিস মার্টিন এবং তাঁর হলিউডি অভিনেত্রী প্রেমিকা ডেকোটা জনসন। আবার সেই মন্দিরের রীতি অনুযায়ী নন্দীর কানে ফিসফিসিয়ে মানত করতেও দেখা যায় দুই তারকাকে। মন্দিরে ট্র্যাডিশনাল সাজেই ধরা দেন ক্রিস মার্টিন এবং ডেকোটা জনসন। কোল্ড প্লে রকস্টারের পরনে ছিল নীল কুর্তা। গলায় রুদ্রাক্ষের মালা। ডেকোটা বেছে নিয়েছিলেন প্রিন্টেড সালোয়ার স্যুট। মাথা ঢাকা ওড়নায়। জানা গিয়েছে, বিদেশী দুই তারকাকে ভারতীয় সংস্কৃতির উদযাপন করতে দেখে খুশি হন মন্দিরের পুরোহিতরাও। এবার মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন তাঁরা। সেই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।
