মৃত্যুকে ছুঁয়ে নতুন জীবনে ফিরেছেন তিনি। এই মুহূর্তে নেটপাড়ায় তিনি অত্যন্ত চর্চিত একজন। তিনি আর কেউ নন দেবলীনা নন্দী। ৭৮টা ঘুমের ওষুধ খেয়ে জীবন আর মৃত্যুর টানাপড়েনকে খুব কাছ থেকে দেখেছেন। সমস্ত টানাপোড়েনকে দূরে সরিয়ে রেখে ফিরেছেন মঞ্চেও। আর এসবের মাঝেই আরও এক নতুন শুরুর সুযোগ পেলেন দেবলীনা। যা তাঁর কেরিয়ারে এক মাইলফলক হতে চলেছে সে কথা বলাই বাহুল্য। নতুন কোন সুযোগ পেলেন তিনি?
গত বছর থেকেই কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক নির্মাণের নানা খবর ঘিরে টলিপাড়া সরগরম। এমন একজন অভিনেত্রী, যাঁর জীবন এহেন ট্র্যাজেডিময় তাঁকে নিয়ে আস্ত একটা ছবি হওয়াই উচিত। আর সেই সিনেমাতেই এবার বড় চমক দেবলীনা নন্দী। শনিবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে অঙ্কিতা মল্লিক ও দেবলীনা নন্দীর একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন রানা সরকার। ক্যাপশনে লিখছেন, "এ মন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না শুধু আমার মন জানে।" বিষয়টা ঠিক কী তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল রানা সরকারের সঙ্গে। তিনি জানান, "মহুয়া রায়চৌধুরীর জীবনের ট্র্যাজেডির কথা আমরা জানি। দেবলীনার লড়াইও আমার দেখছি। সেই সময়ে দাঁড়িয়ে মনে হয়েছে, ওকে গান গাওয়ার প্রস্তাব দিলে ভালো হয়। আশা করি দেবলীনার গাওয়া গান সকলের ভালো লাগবে।"
হ্যাঁ, মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের হাত ধরেই এবার প্লেব্যাকের দুনিয়ায় পা রাখছেন দেবলীনা। মহুয়া রায়চৌধুরীর সমস্ত হিট ছবিগুলির গান শোনা যাবে এই ছবিতে দেবলীনার কণ্ঠে, এমনটাই খবর। উল্লেখ্য, এর আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবিতে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে টেলিপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককে। এর আগে এই নিয়ে সংবাদ প্রপ্তিদিন ডিজিটালকে অঙ্কিতা জানিয়েছিলেন, " অফারটা আমাকে রানা দা দেন। আমাকে এই চরিত্রের জন্য তিনি ভেবেছেন তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। এত বড় একটা চরিত্রে অভিনয় করার সুযোগ সত্যিই সকলে পায় না। আর সেই সুযোগ যদি কারও প্রথম ছবিতেই হয় তাহলে তা অনবদ্য বিষয়। এমন একজনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি যিনি এতগুলো বছর মানুষের মনে তিনি একইভাবে রয়ে গিয়েছেন। দর্শক আজও তাঁকে মনে করেন। তাঁর অভিনয় জীবনে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন সেইসব আমি পর্দায় ফুটিয়ে তুলতে পারব ভেবে আনন্দিত। "
