সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দুপুরে আচমকাই বলিউডের আকাশে ঘনিয়ে এল কালমেঘ। প্রয়াত ধর্মেন্দ্র! পরিবারের তরফে বিবৃতি প্রকাশ না করা হলেও মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে এদিন কড়া নিরাপত্তা বলয়ে খান-কাপুর, বচ্চনদের উপস্থিতিতে কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে। 'বীরু'কে আলবিদা জানাতে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে তড়িঘড়ি শ্মশানে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চন। আমির খান, সলমন খানরাও ছুটে আসেন ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে। শেষকৃত্যে বলিউড সেলেবদের জমায়েতের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটভুবনে। বিধ্বস্ত দেওল পরিবারের পাশে থাকতে বিকেল নাগাদ ভিলে পার্লে শ্মশানে পৌঁছন শাহরুখ খানও।
অজয় দেবগনের শোকবার্তা, "ধর্মজির কথা শুনে মন ভেঙে গেল! ইন্ডাস্ট্রি একজন কিংবদন্তি হারাল আজ। বলিউড সিনেমার অন্যতম প্রাণপুরুষকে হারালাম আজ। শান্তিতে ঘুমোন ধর্মজি।" ছেলে যুগের সঙ্গে ধর্মেন্দ্রর ছবি পোস্ট করে কাজলের আবেগঘন শোকবার্তা, "খুব ভালো একজন মানুষকে হারিয়ে আর পৃথিবী শূন্য হল। ভালো মানুষগুলো একে একে সকলে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আপনাকে চিরকাল ভালোবাসব ধর্মজি।" দাদু রাজ কাপুরের সঙ্গে ধর্মেন্দ্রর ছবি শেয়ার করে স্মৃতিচারণায় করিনা কাপুরও। ধর্মেন্দ্রর প্রয়াণে অনুপম খের জানালেন, "ওঁকে বলিউডের 'হি-ম্যান' বলা হত ঠিকই কিন্তু উনি ছিলেন সিনেজগতের সর্বকালের সেরা দয়ালু মানুষ। অসাদারণ অভিনেতা তো বটেই ভীষণ কোমল হৃদয় ছিল ধর্মজির। আমরা আপনাকে মিস করব ধর্মজি। আপনি যেমন সেরা ছিলেন, সর্বদা থাকবেনও।"
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকবিদ্ধস্ত দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিও। আল্লু অর্জুন, চিরিঞ্জিবীরাও। ধর্মেন্দ্রর প্রয়াণকে 'ভারতীয় সিনেশিল্পের এক অপূরণীয় ক্ষতি' বলে সম্বোধন করলেন রাহুল গান্ধী। হেমা মালিনী ও সানি-ববিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
