সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'করব লড়ব জিতব রে...', নাইট বাহিনীর মন্ত্র এবার দিলজিৎ দোসাঞ্ঝের মুখে। শনিবার কলকাতার কনসার্টে রবি ঠাকুরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের থিম সংয়ের দু কলি শোনা গেল পাঞ্জাবি পপস্টারের মুখে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটাপাড়ায় সফর করে শাহরুখ খানের নজরে পড়তেও দেরি হল না। দিলজিতের মুখে নিজের আইপিএল টিমের মন্ত্র শুনে মন্ত্রমুগ্ধ খোদ বাদশা। অতঃপর 'মালিক' প্রতিক্রিয়া দিতেও দেরি করলেন না।
বাংলায় এসে বাঙালির নাড়িস্পন্দন বুঝতে দেরি হয়নি পাঞ্জাবি পপস্টারের। কখনও হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর, আবার কখনও হলুদ ট্যাক্সিতে তিলোত্তমার ইতি-উতি সফর সেরে পৌঁছে গিয়েছিলেন শহরের সংস্কৃতির আতুঁড়ঘর কফি হাউসেও। শোয়ের প্রাক্কালে বাঙালির 'দিল জিতে' মঞ্চেও রবি-শরণে বাঙালির আবেগে সুড়সুড়ি দিলজিতের। শোয়ের আগেই 'হিট' তিনি। শনি-সন্ধেয় সে কী উন্মাদনা কনসার্টে। আর সেই মঞ্চেই দিলজিৎ শ্রোতা-অনুরাগীদের কাছে তুলে ধরলেন, 'করব লড়ব জিতব রে' মন্ত্রের জোর। কলকাতার কনসার্ট থেকে দোসাঞ্ঝের সেই ভিডিও শেয়ার করে এবার উচ্ছ্বাস প্রকাশ করলেন খোদ শাহরুখ খান।
ভিডিওতে দিলজিৎকে বলতে শোনা যায়, 'করব লড়ব জিতব রে'- একটা দারুণ ট্যাগলাইন। কলকাতা নাইট রাইডার্সের এই মন্ত্রটা খুব মিষ্টি। তাছাড়া, শাহরুখ স্যারের টিমের গান, তাই আমার যে ভালো লাগবে সেটাই স্বাভাবিক। কারণঅ আমি স্যারের বড় ভক্ত। আর এটা কিন্তু মন্ত্র হিসেবেও দারুণ। নিজে কসরত করুন, লড়ুন, হার-জিত পরের কথা তবে নিজের একশো শতাংশ দিতে হবে। তাই আপনি যদি জীবনে একশো শতাংশ পরিশ্রম করেন, জিতও আপনার কাছে ধরা দেবে। তাই আমার কাছে এই 'করব লড়ব জিতব রে' স্লোগানটার আলাদা মাহাত্ম্য রয়েছে। দিলজিতের মুখে একথা শুনে শাহরুখও ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁকে।
এক্স হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করে বাদশা লিখেছেন, 'অসংখ্য ধন্যবাদ সিটি অফ জয়কে আনন্দ দেওয়ার জন্য দিলজিৎ পাজ্জি। তুমি 'করব লড়ব জিতব রে' স্লোগানটার অন্তর্নিহিত অর্থ যেভাবে বর্ণনা করলে, আমি নিশ্চিত কলকাতা নাইট রাইডার্স টিম এবং দলের সমস্ত অনুরাগীদের কাছে এটা দারুণ লেগেছে। অসংখ্য শুভেচ্ছা এবং তোমার এই ট্যুর আরও ভালো হোক। অনেকটা ভালোবাসা।' বাদশার এই পোস্ট আপাটট নেটপাড়ায় চর্চার শিরোনামে।
দিনকয়েক ধরেই দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে কলকাতায় মারাত্মক উন্মাদনা। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে ঘুরে ‘সিটি অফ জয়’ কলকাতায় পা রাখেন দিলজিৎ। কলকাতায় এসেই বাংলা সংস্কৃতিকে যেন ভালোবেসে ফেলেছেন দিলজিৎ। আর সেই কারণেই ‘আমি শুনেছি সেদিন…’, বাংলা গান সঙ্গী করেই গোটা কলকাতা চষে ফেলেন পাঞ্জাবি রকস্টার। এখানেই শেষ নয়, কলকাতার শো যাতে ভালো হয়, সেই প্রার্থনা নিয়েই দক্ষিণেশ্বরে পুজোও দিয়েছিলেন গায়ক-অভিনতা। আর শনিসন্ধেয় কলকাতা মাতালেন গায়ক।