সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার আয় দেড় হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে। কিন্তু 'পু্ষ্পা'র মনে শান্তি নেই। এক পদপিষ্ট কাণ্ডে রক্ষে নেই, দোসর কংগ্রেস নেতার নয়া অভিযোগ। এবারে 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমার একটি দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে। অভিযোগ, তাতে পুলিশ কর্মীদের অপমান করা হয়েছে। তার জেরেই থানায় অভিযোগ করেছেন তেলেঙ্গানার কংগ্রেস নেতা তিনমার মাল্লান্না।
তেলেঙ্গানা আইন পরিষদে এমএলসি তিনমার মাল্লান্না। সংবাদমাধ্যম সূত্রে যা জানা গিয়েছে সেই অনুযায়ী, আল্লু অর্জুন, পরিচালক সুকুমার ও 'পুষ্পা ২' সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে হায়দরাবাদের মেদিপল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আপত্তি কোন দৃশ্য নিয়ে? ছবির একটি দৃশ্যে ফাহাদ ফাজিল অভিনীত চরিত্র এসপি ভঁওয়ার সিং শেখাওয়াতকে সুইমিং পুলে ফেলে দেয় 'পুষ্পা।' তারপর মদ্যপ অবস্থায় সেই সুইমিং পুলেই সে মূত্রত্যাগ করে। কংগ্রেস নেতার অভিযোগ, এমন দৃশ্য পুলিশবাহিনীর জন্য অত্যন্ত অপমানজনক। তাঁর দাবি, অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক।
এদিকে 'পুষ্পা ২' সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় ফের বিপাকে আল্লু অর্জুন। ১৩ ডিসেম্বরের গ্রেপ্তারের পর জামিনে মুক্ত সুপারস্টার। সোমবারই ফের তাঁকে হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে সমন দেওয়া হয়। সেই নিরিখে মঙ্গলবার সকাল এগারোটায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির হতে হবে তারকাকে।
আগেই নায়ককে একহাত নিয়েছেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিও ছেড়ে কথা বলেননি। সুপারস্টারের বাড়িতে হামলাও হয়েছে। ছজনকে গ্রেপ্তার করা হলেও তাঁরা এখন জামিনে মুক্ত। এদিকে পদপিষ্টের ঘটনায় মৃত মহিলা রেবতীর ৯ বছরের ছেলে শ্রী তেজা এখনও হাসপাতালে। তাঁকে দেখতে গিয়েছিলেন আল্লু অর্জুনের বাবা।