shono
Advertisement

Breaking News

Disha Patani

রাক্ষুসে মুখোশের আড়ালে থাকেন দিশার 'প্রেমিক', টাইগারকে ছেড়ে কার প্রেমে মজে বলিউডের 'বম্বসেল'?

এই গায়কের সঙ্গেই ডুবে ডুবে জল খাচ্ছেন দিশা পাটানি! ধরিয়ে দিল কৃতী স্যাননের বোনের বিয়ের অনুষ্ঠান।
Published By: Sandipta BhanjaPosted: 05:09 PM Jan 13, 2026Updated: 06:42 PM Jan 13, 2026

২০২২ সালেই টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন দিশা পাটানি। একসময়ে যে যুগলের একসঙ্গে ঘাম ঝরানোর ছবি-ভিডিওতে অনুপ্রেরণা কুড়োত টিনসেন টাউন, সেখানে দিশা-টাইগার এখন বিপরীত মেরুর বাসিন্দা। প্রেম-সহবাস সব সম্পর্ক চুকিয়ে বলিউডের 'বম্বসেল' এখন একাই একশো। মাঝেমধ্যেই বান্ধবী মৌনী রায়ের সঙ্গে ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন। এবারও কৃতী স্যাননের বোন নুপূরের বিয়ের জন্য উদয়পুরে উড়ে গিয়েছিলেন মৌনীর সঙ্গে। তবে সেখানে বন্ধুর সঙ্গে খোশগল্পের মাঝে নজর কাড়ল নতুন প্রেমিকের সঙ্গে দিশা পাটানির 'মাখোমাখো রসায়ন'। যে ফ্রেমবন্দি মুহূর্ত নিয়ে এখন বিটাউনে চর্চার অন্ত নেই!

Advertisement

টাইগার শ্রফকে ছেড়ে কাকে মন দিলেন অভিনেত্রী? ভাইরাল ভিডিও ঘিরে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কানাঘুষো, এবার জনপ্রিয় পাঞ্জাবি গায়কের প্রেমে পড়েছেন বলিউডের 'বম্বসেল'। নুপূর স্যাননের বিয়ের ককটেল পার্টি থেকে যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অন্তত তেমন ইঙ্গিতই দিচ্ছে। যেখানে দেখা গেল, নিয়ন আলোয় মোড়া নিশি জলসায় ওই গায়কের হাত আঁকড়ে রেখেছেন দিশা। পরনে রং মিলান্তি কালো হুডি। মুখে হাসি। 'প্রেমিকে'র হাত ধরে মৌনীর স্বামী সূরয নাম্বিয়ারের সঙ্গে গল্পে মত্ত দিশা পাটানি। আর এমন বিরল মুহূর্ত দেখেই সম্ভবত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি অনুষ্ঠানে উপস্থিত জনৈক। যা কিনা বর্তমানে 'টক অফ দ্য টাউন'! কে এই রহস্যময় ব্যক্তি?

জানা গেল, ওই পাঞ্জাবি গায়কের নাম তালবিন্দর সিং সিধু। গায়ক হওয়ার পাশাপাশি সুরকার এবং সঙ্গীত প্রযোজকও তিনি। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক দুনিয়ায় বেশ নামডাক করেছেন এই তালবিন্দর। শৈশবের বেশ কিছুটা সময় সান ফ্রান্সিসকোতে কাটিয়েছেন। সেখানেই হিপহপের মতো পশ্চিমী ঘরানার মিউজিকের সঙ্গে তাঁর পরিচয়। বর্তমানে পাঞ্জাবি গানের সঙ্গে হিপহপ, আরঅ্যান্ডবি, ট্র্যাপ এবং সিন্থ-পপের মিশ্রণ ঘটিয়ে বিশ্বজুড়ে খ্যাতিলাভ করেছেন তালবিন্দর সিং। ২০১৮ সালে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ। তারপর এক এক করে 'গাহ', 'ধুন্ধলা', 'খয়াল', 'নাশা', 'উইশেস' (পাকিস্তানি শিল্পী হাসান রহিমের সঙ্গে জনপ্রিয় কোল্যাব) থেকে 'তু' এবং 'ফাঙ্ক সং'-এর মতো বহু হিট গান উপহার দিয়েছেন। যা নবীন প্রজন্মের মধ্যে বেশ হিট। গুঞ্জন, সেই পাঞ্জাবি গায়কের সঙ্গেই নাকি বর্তমানে ডুবে ডুবে জল খাচ্ছেন দিশা পাটানি। যে সমীকরণ ধরিয়ে দিল কৃতীর বোনের বিয়ের অনুষ্ঠান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement