shono
Advertisement
Disha Patani

দিশা পাটানির প্রেমিক HIV আক্রান্ত! 'সাবধান, রাতে কার শয্যাসঙ্গীনী হচ্ছ', সতর্ক করলেন প্রাক্তন

দিশা-তালবিন্দরের 'মাখামাখি' যখন 'টক অফ দ্য টাউন', ঠিক তখনই নেটভুবনে বোমা ফাটালেন গায়কের প্রাক্তন প্রেমিকা সোনি কৌর। দিশাকে সতর্ক করে কী বললেন তিনি?
Published By: Sandipta BhanjaPosted: 08:26 PM Jan 14, 2026Updated: 08:27 PM Jan 14, 2026

টাইগার শ্রফ অতীত। এইমুহূর্তে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে দিশা পাটানির প্রেমের গুঞ্জনে তোলপাড় টিনসেল টাউন! এমন আবহেই বিস্ফোরক পোস্টে সতর্ক করলেন গায়কের প্রাক্তন প্রেমিকা সোনি কৌর।

Advertisement

কৃতী স্যাননের বোন নুপূরের বিয়ের আসর থেকেই দিশা-তালবিন্দরের প্রেমের জল্পনার সূত্রপাত। যেখানে নজর কাড়ে নতুন প্রেমিকের সঙ্গে বলিউড 'বম্বসেলে'র মাখোমাখো রসায়ন। যে জল্পনাযজ্ঞে আরও ঘৃতাহূতি করে দিশার 'বেস্ট ফ্রেন্ড' মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরের এক ভিডিও। যেখানে দেখা যায়, পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে পাঞ্জাবি গায়ককে বাঁচাতে প্রাণপণ ছুটছেন মৌনী! এমনকী নুপূর স্যাননের বিয়ের ককটেল পার্টিতেও মৌনীর স্বামী সূরয নাম্বিয়ারের সঙ্গে খোশগল্প করতে দেখা গিয়েছে দিশা-তালবিন্দরকে। আর সেসব ফ্রেমবন্দি মুহূর্ত নিয়েই এখন বিটাউনে চর্চার অন্ত নেই। এমন আবহেই ভাইরাল তালবিন্দরের প্রাক্তন সোনি কৌরের ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট।

দিশা-তালবিন্দরের 'মাখামাখি' যখন 'টক অফ দ্য টাউন', ঠিক তখনই নেটভুবনে বোমা ফাটালেন সোনি। ইনস্টা স্টোরিতে নামোল্লেখ না করেই প্রাক্তন প্রেমিক গায়ককে ঠুকেছেন তিনি। সোনির পোস্টে উল্লেখ, "এটা শুধু এইচআইভি এবং যৌনরোগের বিষয় নয়, মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।"
আর সোনির সেই পোস্টেই এখন তোলপাড় সোশাল পাড়া। প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই দিশার সঙ্গে 'বিশেষ বন্ধু' যৌনরোগে আক্রান্ত? যদিও এহেন গুঞ্জনযজ্ঞের মাঝে মুখে কুলুপ এঁটেছেন গায়ক-অভিনেত্রী। তবে নুপূরের বিয়ের অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া কিছু ভিডিও নিয়ে বলিউডে এখন মুখরোচক গসিপের রমরমা।

জানা গিয়েছে, তালবিন্দর সিং সিধু গায়ক হওয়ার পাশাপাশি সুরকার এবং সঙ্গীত প্রযোজকও। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক দুনিয়ায় বেশ নামডাক করেছেন তিনি। শৈশবের বেশ কিছুটা সময় সান ফ্রান্সিসকোতে কাটিয়েছেন। সেখানেই হিপহপের মতো পশ্চিমী ঘরানার মিউজিকের সঙ্গে তাঁর পরিচয়। বর্তমানে পাঞ্জাবি গানের সঙ্গে হিপহপ, আরঅ্যান্ডবি, ট্র্যাপ এবং সিন্থ-পপের মিশ্রণ ঘটিয়ে বিশ্বজুড়ে খ্যাতিলাভ করেছেন তালবিন্দর সিং। ২০১৮ সালে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ। তারপর এক এক করে ‘গাহ’, ‘ধুন্ধলা’, ‘খয়াল’, ‘নাশা’, ‘উইশেস’ (পাকিস্তানি শিল্পী হাসান রহিমের সঙ্গে জনপ্রিয় কোল্যাব) থেকে ‘তু’ এবং ‘ফাঙ্ক সং’-এর মতো বহু হিট গান উপহার দিয়েছেন। যা নবীন প্রজন্মের মধ্যে বেশ হিট। গুঞ্জন, সেই পাঞ্জাবি গায়কের সঙ্গেই নাকি বর্তমানে ডুবে ডুবে জল খাচ্ছেন দিশা পাটানি। যে সমীকরণ ধরিয়ে দিল কৃতীর বোনের বিয়ের অনুষ্ঠান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement