সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় বন্ধু শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে ক্রিকেট মাঠে নেমে পড়লেন এড শিরান। সোমবার তিনি হাজির হন ব্রিজেশ প্যাটেল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমে পড়েন ব্যাট-বলের দ্বৈরথে। সেই ভিডিও শেয়ার করেছে রাজস্থানের সোশাল মিডিয়া।
মিউজিক্যাল ট্যুর নিয়ে সদ্য ভারতে পা রেখেছেন এড শিরান। পুনে, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু হয়ে এবার শিলংয়ে শো করবেন তিনি। তার প্রাক্কালেই রবিবার বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাতে গান গেয়ে পুলিশি বিপাকে পড়তে হয়েছিল শিরানকে। পুলিশি অনুমতি থাকলেও নিরাপত্তার ভয়ে তাঁর স্ট্রিট পারফরম্যান্স বন্ধ করে দেয় বেঙ্গালুরু পুলিশ। এক ফাঁকে মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়িতেও ঘুরে এসেছেন ব্রিটিশ পপ তারকা।
তার মধ্যেই ব্যাট-বল হাতে মাঠে নেমে পড়লেন তিনি। সোমবার ব্রিজেশ প্যাটেল অ্যাকাডেমিতে আইপিএলের শিবির চলছিল। অনুশীলন করছিলেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ, তুষার দেশপাণ্ডের মতো তারকারা। সেখানেই ক্রিকেট খেলতে নামেন এড শিরান। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ শিবিরে থাকা ক্রিকেটাররা। সাধারণত গিটার হাতে মঞ্চ মাতাতে দেখা যায় শিরানকে। তবে ব্যাট হাতেও বেশ ছন্দে দেখা গেল তাঁকে।
রাজস্থান রয়্যালসের তরফে বিশেষ উপহারও দেওয়া হয় শিরানকে। প্রয়াত শেন ওয়ার্নের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ব্রিটিশ পপ তারকা। তাই ওয়ার্নের স্মৃতিবিজড়িত বিশেষ ২৩ নম্বর জার্সি তাঁর হাতে তুলে দেয় রাজস্থান রয়্যালস। উল্লেখ্য, অজি কিংবদন্তির নেতৃত্বেই ২০০৮ সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। ফেরার আগে নিজের ফুটবল ক্লাব ইপসিচ টাউনের জার্সিও উপহার দেন এড। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই ক্লাবে একনিষ্ঠ সমর্থক এই পপ তারকা। ২০২১ থেকে ক্লাবের জার্সিও স্পনসর করেন তিনি।
