shono
Advertisement
Eken Babu

ছৌ-মুখোশের আড়ালেই কি আসল অপরাধী! এবার পুরুলিয়ায় একেনবাবুর নয়া অভিযান

বছরের একটা নির্দিষ্ট সময়ে এই সিরিজের জন্য মুখিয়ে থাকেন দর্শক। এবারেও অনুরাগীদের সেই আশাপূরণ করবেন একেনবাবু। বছর শুরুতে তারই তোড়জোড় তুঙ্গে। এবার রহস্য সমাধান হবে পুরুলিয়ার বুকে।
Published By: Arani BhattacharyaPosted: 06:53 PM Jan 13, 2026Updated: 07:08 PM Jan 13, 2026

গত বছর 'বেনারসে বিভীষিকা'র বিপুল সাফল্যের পর ফের পর্দায় আসছে 'একেনবাবু'। একেনের অনুরাগীর তালিকায় চোখ রাখলেই দেখা যায় আট থেকে আশি একেনে মজে। বয়স সেখানে কোনও বাধাই নয়। আর তাই বছরের একটা নির্দিষ্ট সময়ে এই সিরিজের জন্য মুখিয়ে থাকেন দর্শক। এবারেও অনুরাগীদের সেই আশাপূরণ করবেন একেনবাবু। বছর শুরুতে তারই তোড়জোড় তুঙ্গে। এবার রহস্য সমাধান হবে পুরুলিয়ার বুকে। 

Advertisement

পর্দায় 'একেন্দ্র সেন' ওরফে 'একেনবাবু'র রহস্য় সমাধান দেখতে কে না ভালোবাসে? তাই সেই ভালোবাসার কথা মাথায় রেখেই একেনের নতুন সিরিজ 'একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও'র শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। পরিচালকের আসনে রয়েছেন বরাবরের মতো জয়দীপ মুখোপাধ্যায়। দর্শকের দরবারে একেন বাবু প্রথম এসেছিলেন সিরিজের হাত ধরে। এরপর বড় পর্দায় এই চরিত্রকে দর্শক পেলেও এবারও আগের মতোই ওটিটি মাধ্যমে আবারও ফিরছে একেন। যা হতে চলেছে একেনের নবম সিজন। এবার একেন বাবু পাড়ি দেবেন পুরুলিয়ায়। সেখানেই রহস্য সমাধানে মাঠে নামবেন তিনি। আর পুরুলিয়া মানেই ছৌ-নাচ ও মুখোশ। তাই মুখশের আড়ালেই থাকা অপরাধীকে একেন খুঁজে বের করবে কিনা তা যদিও জানতে ধৈর্য ধরতে হবে। আর তাই এবারের সিজনের নাম 'একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও।' পুরুলিয়ার বুকে এবার একেন কোন রহস্যের সমাধান করবেন সেটাই দেখার।

এবারও একেনবাবুর সঙ্গে 'বাপি' ও 'প্রমথ' চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষকে। তবে তাঁরা ছাড়াও নতুন সিজনে নাকি থাকবেন এবার টলিপাড়ার আর অনেক অভিনেতা-অভিনেত্রী। শোনা যাচ্ছে, এবার নাকি একেনের নতুন সিরিজে দেখা যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে শঙ্কর চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়-সহ আরও অনেককে। যা না বললেই নয়, তা হল একেনের সিরিজ বা ছবি সবেতেই কিন্তু আলাদা মাত্রা যোগ করে খলচরিত্র। এবারেও যে তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য। তবে খলচরিত্রে কে থাকছেন তা যদিও এখনও জানা যায়নি। একেনের এবারের চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। তবে বিভিন্ন জায়গায় রহস্য সমাধানে গিয়ে সেই স্থানের শিল্প-সংস্কৃতিকে পর্দায় তুলে ধরে। এবারও তার ব্যতিক্রম হবে না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement