shono
Advertisement
Akshay Kumar

'বাবা খুব বিপদে, দয়া করে বাঁচান', অক্ষয়ের পা ধরে কাতর আর্তি ভক্তের, কী করলেন 'খিলাড়ি'?

ভোটপর্বে এক্কেবারে দিনের শুরুতেই গিয়ে ভোট দিয়ে এসেছেন অক্ষয় কুমার। বরাবরই সবার প্রথমে গিয়ে ভোট দিয়ে আসতে দেখা যায় তাঁকে। এবারেও তার ব্যতিক্রম নয়।
Published By: Arani BhattacharyaPosted: 12:03 PM Jan 15, 2026Updated: 12:23 PM Jan 15, 2026

৯ বছর পর এশিয়ার ধনীতম পুরসভা বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আর সেই ভোটপর্বে এক্কেবারে দিনের শুরুতেই গিয়ে ভোট দিয়ে এসেছেন অক্ষয় কুমার। বরাবরই সবার প্রথমে গিয়ে ভোট দিয়ে আসতে দেখা যায় তাঁকে। এবারেও তার ব্যতিক্রম নয়। আর ভোট দিয়ে বেরনোর সময় হঠাৎই এক ভক্তের মুখোমুখি হন বলিউডের 'খিলাড়ি'। তবে এই সাক্ষাৎ আর পাঁচটা সাক্ষাতের তুলনায় কিঞ্চিৎ আলাদা ছিল। এদিন ওই মহিলা ভক্ত অক্ষয়ের পা ধরে বিপদ থেকে বাঁচানোর কাতর আর্জি জানান। ঠিক কী হয় এদিন? 

Advertisement

ভোট দিয়ে অক্ষয় গাড়িতে উঠবেন এমন সময়েই তাঁর কাছে এগিয়ে আসেন এক মহিলা ভক্ত। তাঁর হাতে এদিন ছিল একটি সাদা কাগজ। তা নিয়েই হঠাৎ আক্কির কাছে কাতর আর্জি জানান তিনি। বলেন, "আমার বাবা খুব বিপদে রয়েছেন। ওনাকে দয়া করে বাঁচান। আমার বাবা ঋণের ভারে জর্জরিত। এই বিপদ থেকে তাঁকে বেরিয়ে আসত তাঁকে দয়া করে সাহায্য করুন।" ভক্তের কাতর আর্জি শুনে মুখ ফিরিয়ে নিতে পারেননি অক্ষয়। ওই মহিলা ভক্তকে অক্ষয় বলেন তাঁর ফোন নম্বর অক্ষয়ের টিমের কোনও এক সদস্যকে দিয়ে রাখতে। তাঁর তরফ থেকে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দেওয়া হয় এদিন। আর তারপরেই রীতিমতো অক্ষয়ের পা ধরেন ওই মহিলা ভক্ত। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে অক্ষয়কে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।

 

উল্লেখ্য, এদিন ভোট দিয়ে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের মুখোমুখি হন অক্ষয়। জুহুর গান্ধী শিক্ষা সদনে এদিন ভোট দেন অক্ষয়। ভোট দিয়ে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে অক্ষয় বলেন, "আজ সেই দিন যেদিন জনগণ কথা বলবে। সমস্ত মুম্বইবাসীকে আমার অনুরোধ সকলে ভোট দেবেন এবং সঠিক প্রার্থীকে নির্বাচন করবেন। যাতে আগামীতে কোনও অভিযোগ না থাকে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement