shono
Advertisement
Manish Malhotra Diwali Bash

'দঙ্গল গার্ল' ফতিমার প্রেমে মজে তামান্নার প্রাক্তন বিজয়! মণীশের পার্টিতে পরস্পরকে ছাড়তেই চাইলেন না

তামান্নাকে ছেড়ে ফতিমা সানা শেখের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিজয় ভার্মা!
Published By: Sandipta BhanjaPosted: 04:14 PM Oct 14, 2025Updated: 04:14 PM Oct 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসার আগে সম্পর্ক ভাঙার উদাহরণ সিনেইন্ডাস্ট্রিতে নতুন নয়! এর আগে একাধিক সেলেবরা সাতপাক ঘোরার আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই তালিকার অন্যতম তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা। চলতি বছরের গোড়ার দিকে তারকাজুটির সম্পর্ক ভাঙে। বলিউডে কানাঘুষো, তামান্না-বিজয়ের দূরত্ব বাড়ার নেপথ্যে নাকি ফতিমা সানা শেখ! একসময়ে তারকাজুটির সঙ্গে 'দঙ্গল গার্ল'কে আড্ডা দিতে দেখা যেত। তবে বিচ্ছেদের সঙ্গে বন্ধুত্বের সমীকরণও বদলেছে। বর্তমান গুঞ্জন, বিজয় ভার্মা নাকি তামান্নাকে ভুলে 'দঙ্গল গার্ল'-এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন! এবার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে যেন সেই জল্পনাতেই সিলমোহর পড়ল!

Advertisement

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর মাসখানেক ধরেই ফতিমা সানা শেখের সঙ্গে মুম্বইয়ের ইতি-উতি দেখা যাচ্ছে বিজয়কে। এমনকী দুই তারকার উপস্থিতি এতটাই ঘন-ঘন যে, বলিপাড়ায় সেখবর চাউর হতে খুব বেশি সময় নেয়নি! তখন থেকেই বিজয়ের সঙ্গে ফতিমার প্রেমের গুঞ্জনের সূত্রপাত। এবার, মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে যে দৃশ্য ধরা পড়ল, তাতে আর দুয়ে দুয়ে চার করে বুঝতে বাকি রইল না বলিমহলের। ফতিমা সানা শেখের শেয়ার করা দিওয়ালি অ্যালবামে নায়িকার সব ছবিতে জ্বলজ্বল করছে বিজয় ভার্মা। কখনও মণীশের সঙ্গে আবার কখনও বা বলিউডের সহকর্মী বন্ধুদের সঙ্গে উল্লাসের মুহূর্ত ফ্রেমবন্দি করতে দেখা গেল তাঁদের। যেন একে-অপরকে চোখে হারাচ্ছেন বিজয়-ফতিমা। পরস্পরকে ছাড়তেই চাইলেন না! একে অপরের সঙ্গ যে বেশ উপভোগ করছেন, সেটা প্রতিটা ফ্রেমেই স্পষ্ট।

ক্যাপশনেও ভালোবাসা উড়ার করে দিয়েছেন অভিনেত্রী। সেখানে উল্লেখ- 'উফফ দারুণ একটা রাত কাটালাম! সবসময়ে এত উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ মণীশ। তুমি সত্যিই সকলকে পরিবারের মতোই মনে করো।' ফতিমার শেয়ার করা সেসব ছবি দেখেই প্রেমের গুঞ্জনের পালে বাড়তি হাওয়া লাগল। উল্লেখ্য, তামান্নার সঙ্গে বিজয়ের সম্পর্ক থাকাকালীন ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের প্রেমের গুঞ্জনে তোলপাড় হয়েছিল বলিপাড়া। তবে আমির এখন নতুন প্রেমিকা গৌরীতে মজে। অন্যদিকে ভার্মার জীবনে তামান্নাও অতীত। তাহলে কি বিজয়-ফতিমার প্রেমের গুঞ্জনই সত্যি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্তমান গুঞ্জন, বিজয় ভার্মা নাকি তামান্নাকে ভুলে 'দঙ্গল গার্ল'-এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন!
  • এবার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে যেন সেই জল্পনাতেই সিলমোহর পড়ল!
  • ফতিমা সানা শেখের শেয়ার করা দিওয়ালি অ্যালবামে নায়িকার সব ছবিতে জ্বলজ্বল করছে বিজয় ভার্মা।
Advertisement