shono
Advertisement
Govinda

'সুনীতা ষড়যন্ত্রের শিকার', বিবাহবিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়ার মাঝেই নীরবতা ভাঙলেন গোবিন্দা

১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাঁদের সংসারে ছেলে যশবর্ধন আসে। তবে কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে গোবিন্দা ও সুনীতার ৩৮ বছরের দাম্পত্য।
Published By: Tiyasha SarkarPosted: 12:36 AM Jan 19, 2026Updated: 12:36 AM Jan 19, 2026

দীর্ঘদিন ধরে চর্চায় গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্কের টানাপোড়েন। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তুলেছেন তিনি। এতদিন এপ্রসঙ্গে সে অর্থে মুখ খোলেননি অভিনেতা। অবশেষে নীরবতা ভাঙলেন গোবিন্দা। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বললেন, "ও একটা বড় ষড়যন্ত্রের শিকার।"

Advertisement

১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই অর্থাৎ ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাঁদের সংসারে আসে ছেলে যশবর্ধন আসে। গত কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে গোবিন্দা ও সুনীতার ৩৮ বছরের দাম্পত্য। সর্বত্র কানপাতলেই শোনা যায় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। যদিও গোবিন্দার স্ত্রী সুনীতা দাবি করেছেন, তাঁরা একসঙ্গেই আছেন। তবে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রকাশ্যেই মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। এসবের মাঝেই অবশেষে এবিষয়ে মুখ খুললেন অভিনেতা। 

এদিন বিচ্ছেদের জল্পনা নিয়ে গোবিন্দা বলেন, "একটা বিষয় আজকাল লক্ষ্য করি, আমরা যখন কোনওবিষয়ে চুপ করে থাকি, লোকে ভেবে নেয় আমরা দুর্বল। বা আমাদেরই ভুল। তাই আজ আমি উত্তর দিচ্ছি। একটা বিষয়ে অজান্তেই হয়তো আমার পরিবার জড়িয়ে পড়েছে। আর ওরা বুঝতেও পারছে না যে, ওদের ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। ও (সুনীতা) কখনই ভাবতে পারে না যে ওকে ষড়যন্ত্রের অংশ করা হয়েছে। ওকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।" যদিও অভিনেতার নিশানায় কে বা কারা, তা স্পষ্ট নয়। 

আর ওরা বুঝতেও পারছে না যে, ওদের ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। ও (সুনীতা) কখনই ভাবতে পারে না যে ওকে ষড়যন্ত্রের অংশ করা হয়েছে। ওকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কেউ সফলতার শীর্ষে পৌঁছলে অনেকেই তাঁকে বদনাম করার চেষ্টা করে, ষড়যন্ত্র করে। তাঁর ক্ষেত্রেই সেই ঘটনাই ঘটেছে। তবে আচরণে বুঝিয়ে দিয়েছেন, এতে একবিন্দুও বিচলিত নন তিনি। এদিনের সাক্ষাৎকারেই গোবিন্দা জানিয়েছেন তিনি পরিকল্পনামাফিকই রূপোলি পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন বহু কাজের অফার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement