shono
Advertisement
Govinda Daughter

ঋতুস্রাবের ব্যথা মানসিক! গোবিন্দার মেয়ের মন্তব্যে বিতর্ক

কী এমন বলেছেন টিনা আহুজা?
Published By: Suparna MajumderPosted: 08:23 PM Dec 28, 2024Updated: 08:23 PM Dec 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুস্রাবের ব্যথা নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে বিতর্কে গোবিন্দাকন্যা টিনা আহুজা। মা সুনীতা আহুজার সঙ্গে যৌথভাবে এক সাক্ষাৎকার দিচ্ছিলেন টিনা। সেখানেই পিরিয়ড সংক্রান্ত প্রশ্ন করা হয়। টিনার বক্তব্য, ঋতুস্রাবের ব্যথা অনেকের ক্ষেত্রেই মানসিক।

Advertisement

'হাউটারফ্লাই' নামের এক সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে টিনা বলেন, "আমি আমার বেশিরভাগ সময় চণ্ডীগড়ে কাটিয়েছি। বম্বের মতো শহরের অনেককে বলতে শুনেছি ক্র্যাম্পস হয়, এই হয়, সেই হয়। এর অর্ধেক তো এমন দলের মধ্যে থেকে হয় যাঁরা এটা নিয়েই সবসসময় কথা বলতে থাকেন, এতে তো যাঁর ব্যথা হয় না তিনিও এগুলো নিয়ে ভাবতে শুরু করে দেন। মানসিকভাবে হতে থাকে এমনটা।"

এরপরই টিনার মন্তব্য, "পাঞ্জাব বা অন্যান্য ছোট শহরের মহিলারা তো জানতেই পারেন না কখন পিরিয়ড হল বা মেনোপজ হয়ে গেল। হয়তো আমার শরীর দেশি। আমার কখনও ব্যথা হয়নি। একেবারে পারফেক্ট ২৮ দিনের সাইকেল। কিন্তু এখানে আমি দেখে সবসময় মেয়েরা এটা নিয়েই কথা বলছে। ঘি খান, এত ডায়েট করার দরকার নেই, রাতে ভালো করে ঘুমান, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এত শুনে শুনে না হওয়া সমস্যাও হয়ে যায়।"

টিনার এমন মন্তব্যেই শোরগোল। অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁদের বক্তব্য, ঋতুস্রাবের ব্যথা যাঁদের হয় তাঁরাই বোঝেন এর যন্ত্রণা। প্রতি মাসেই এই ব্যথা সহ্য করতে হয়। বিশেষ করে প্রথম এক, দুই দিন কোমরটা যেন ধরে থাকে। কিছুতেই ছাড়তে চায় না। এমন যন্ত্রণা সহ্য করেই অনেকে কাজে যান, বাড়ির কাজ করেন। ফলে এই যন্ত্রণা নিয়ে এমন কথা বলা গোবিন্দাকন্যার একেবারেই উচিত হয়নি। প্রসঙ্গত, বলিউডে হাতেগোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন টিনা। এই তালিকায় 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড', 'মিলো না তুম'-এর মতো ছবি রয়েছে। তবে অভিনয়ের মাধ্যমে এখনও তিনি নজর কাড়তে পারেননি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঋতুস্রাবের ব্যথা নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে বিতর্কে গোবিন্দাকন্যা টিনা আহুজা।
  • টিনার বক্তব্য, ঋতুস্রাবের ব্যথা অনেকের ক্ষেত্রেই মানসিক।
Advertisement