সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানিংয়ের বাংলা ছবিকে আগেই 'ঘটিয়া' অর্থাৎ 'জঘন্য' বলেছিলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। এমনকী, অনুরাগ জানিয়ে ছিলেন, ‘বাংলা সিনেমা কীভাবে চলবে, একেবারে জঘন্য। অনুরাগ আরও বলেন, একটা সময় ছিল যখন বাংলা সিনেমা এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ছবিরও মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নিচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নিচে পড়েছে।’ অনুরাগের এমন মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় বয়েছিল টলিপাড়ায়। বাংলা ছবির সঙ্গে যুক্ত বহু মানুষই অনুরাগের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। আর এবার বলিউড ছবি সম্পর্কেও প্রায় এমনই মনোভাব পোষণ করলেন অনুরাগ।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি বম্বে ভেলভেট পরিচালক অনুরাগ কাশ্যপ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''যতদিন যাচ্ছে, বলিউড আমাকে হতাশ করছে। এই ইন্ডাস্ট্রির কাজ দেখে ক্লান্ত।'' এই সাক্ষাৎকারে গ্যাংস অফ ওয়াসিপুরের পরিচালক অনুরাগ আরও বলেন, ''ইদানিং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বেচতে হয়, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। ছবি তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের প্র্য়াকটিস আমাকে বিরক্ত করে। সেই কারণেই নতুন বছরে আমি মুম্বই ছেড়ে দক্ষিণে পাড়ি দিচ্ছি। দক্ষিণে এখনও সিনেমা তৈরির মধ্যে আনন্দ রয়েছে। আমি বৃদ্ধ হয়েই মরতে চাই। আমি খুবই হতাশ, খুবই বিরক্ত মুম্বই ইন্ডাস্ট্রির কাজ নিয়ে। বিরক্ত এখানকার মানুষদের মানসিকতা নিয়ে। এখানে শুধুই রিমেক চলছে। নতুন কিছু ভাবরা বা তৈরির ইচ্ছেই নেই। একই বিষয়ের পিছনে সবাই ছুটছে। যা অসহ্য।''
এর আগে মুম্বইয়ে আসা নতুন মুখদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন অনুরাগ। এক লম্বা পোস্টে পরিচালক লিখলেন, ''নতুনদেরকে সাহায্য করে, অনেক সময় নষ্ট করেছি। কারণ, তাঁরা শেষমেশ বড্ড মাঝারি মাপের বেরিয়েছে। তাই এখন থেকে আমি আর সময় নষ্ট করতে চাই না। যাঁরা নিজেদের ক্রিয়েটিভ জিনিয়াস ভাবেন এবং আমার সঙ্গে দেখা করতে চান, ১০ থেকে ১৫ মিনিটের জন্য আমি ১ লাখ টাকা চার্জ করব। আধঘণ্টার জন্য ২ লাখ। ১ ঘণ্টার জন্য ৫ লাখ। এটাই হল আমার রেট। এত সময় নষ্ট করে ফেলেছি যে এখন আমি বিরক্ত। যদি আপনাদের মনে হয়, এই অর্থ আপনারা দিতে পারবেন, তাহলেই ফোন করবেন। না হলে দূরে থাকুন। আর হ্যাঁ, আগেভাগেই টাকা দিতে হবে আমাকে।'' আর এবার গোটা বলিউড ইন্ডাস্ট্রিকেই একহাত নিলেন অনুরাগ।