shono
Advertisement
Hema Malini

'তুমি ছাড়া...', মৃত্যুর পর 'বীরু'র প্রথম জন্মদিনে দাম্পত্য স্মৃতিই সঙ্গী হেমার

জন্মদিনের প্রস্তুতির মাঝে সকলকে কাঁদিয়ে চলে যান ধর্মেন্দ্র।
Published By: Sayani SenPosted: 02:09 PM Dec 08, 2025Updated: 02:09 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহদুয়েক 'বীরু' নেই। বদলে গিয়েছে দাম্পত্যের সমীকরণ। এখন যেন বড্ড 'একা' হেমা মালিনী। ধর্মেন্দ্রর প্রয়াণের পর প্রথম জন্মদিনে ভাঙা হৃদয়ে দাম্পত্য স্মৃতি হাতড়ে চলেছেন 'ড্রিম গার্ল'। X হ্যান্ডেলে মনের কথা উজাড় করে দিলেন তিনি।

Advertisement

হেমা লেখেন, "ধরমজি শুভ জন্মদিন। দু'সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে তুমি নেই। আমার হৃদয় ভেঙে চুরমার। ধীরে ধীরে হৃদয়ের টুকরো কুড়িয়ে আমার জীবনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি। যদিও জানি তুমি সবসময় আমার পাশেই আছো। আমাদের জীবনে একসঙ্গে কাটানো আনন্দময় মুহূর্ত কখনও মুছবে না। এবং এই মুহূর্তগুলোই আমাকে আনন্দ দেবে। আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে এমন সুন্দর এতগুলি বছর কাটাতে পেরেছি। দুই মেয়ের জন্য আমাদের সম্পর্কের বাঁধন আরও অটুট হয়েছে। সেসব সুখস্মৃতি সবসময় আমার হৃদয়ে থাকবে।" তিনি আরও লেখেন, "ভগবানের কাছে একটাই প্রার্থনা তোমাকে সুখ এবং শান্তি দিন যেমনটা তোমার প্রাপ্য হওয়া উচিত।" দীর্ঘ পোস্টের সঙ্গে দু'টি ছবিও শেয়ার করেন হেমা।

শুধু হেমাই নন, এষা থেকে সানি সকলেই বাবার স্মৃতিতে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন। এষা লেখেন, "বাবা সবসময়ই আমরা সবসময় একসঙ্গেই আছি। তা সে স্বর্গ হোক কিংবা পৃথিবী। এখন আমি এখনও হৃদয়ে বড় শক্ত করে ধরে রেখেছি তোমায়। জীবনের বাকিটা সময়ও ঠিক একইরকমভাবে তোমাকে ধরে রাখতে চাই।"

বলে রাখা ভালো, দীর্ঘ অসুস্থতার পর হাসপাতাল থেকে বাড়িও ফিরে আসেন ধর্মেন্দ্র। সেই সময় নাকি ৯০ তম জন্মদিনে এলাহি আয়োজনের পরিকল্পনাও করেছিল গোটা পরিবার। যদিও সে অবকাশ দেননি 'বীরু'। সে সব পরিকল্পনা যেন পরিবারের আক্ষেপকে দ্বিগুণ করেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সপ্তাহদুয়েক 'বীরু' নেই। বদলে গিয়েছে দাম্পত্যের সমীকরণ। এখন যেন বড্ড 'একা' হেমা মালিনী।
  • ধর্মেন্দ্রর প্রয়াণের পর প্রথম জন্মদিনে ভাঙা হৃদয়ে দাম্পত্য স্মৃতি হাতড়ে চলেছেন 'ড্রিম গার্ল'।
  • X হ্যান্ডেলে মনের কথা উজাড় করে দিলেন তিনি।
Advertisement