সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে কেটেছে বহু মধুর মুহূর্ত। সেই ধর্মেন্দ্রই আজ নেই। পড়ে রয়েছে সুখস্মৃতি। সেসব আজও টাটকা। যা মনে পড়লে আজও চোখের জল পড়ে। গলার কাছে দলা পাকিয়ে ওঠে কান্না। 'বিগ বস' ফাইনালের মঞ্চে 'হি ম্যান'কে শ্রদ্ধা জানাতে গিয়ে চোখে জল সলমন খানের। আবেগে ভাসলেন ভাইজান।
সলমন বলেন, "আমরা 'হিম্যান'কে হারিয়েছি। ধর্মেন্দ্রজি অসাধারণ মানুষ। আমার মনে হয় না তাঁর চেয়ে ভালো কোনও মানুষ আছেন। উনি যেন রাজার মতো জীবন কাটিয়েছেন। প্রাণ খুলে বেঁচেছেন। টানা ৬০ বছর ধরে সকলকে বিনোদন দিয়েছেন। সানি, ববিকে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা উনি জীবনের শুরু থেকে শুধু বি-টাউন দিয়েই গিয়েছেন। কমেডি থেকে অ্যাকশন - সব ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে। আমিও নিজের কেরিয়ারে ধর্মেন্দ্রকে অনুসরণ করেছি। উনি নিষ্পাপ এবং চনমনে চরিত্রের। আমরা তাঁকে মিস করছি। ভালোবাসি আপনাকে।"
এরপর সলমন আরও বলেন, "ধর্মেন্দ্রর মৃত্যু হয়েছে ২৪ নভেম্বর। ওইদিন আমার বাবার জন্মদিন। ধর্মেন্দ্রের মতো ৮ ডিসেম্বর আমার মায়েরও জন্মদিন। আমি ভাবতেও পারছিনা সানি-সহ গোটা পরিবার কীভাবে নিজেদের সামলাচ্ছেন।" তিনি সানি, ববির প্রশংসা করে বলেন, "সুরজ বরজাতিয়া এবং ধর্মেন্দ্র - এই দু'জনের শেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ছিল একেবারে অন্যরকম। সেখানে সকলে নিয়ম মেনেছেন। সম্মান জানাচ্ছেন, কান্নাকাটি করছেন কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়নি। সানি ও ববি এই কারণে কুর্নিশ জানাই।" কথাগুলি বলতে বলতে চোখ ছলছল করে ওঠে ভাইজানের। অনুষ্ঠানে উপস্থিত সকলেরও যেন কেঁদে উঠছে মন। প্রত্যেকে বাক্যহারা। কেউ আর কোনও কথা বলতে পারেননি। শুধু যেন গলার কাছে জড়িয়ে আসছে চাপা কান্না।
