shono
Advertisement
Honey Singh

'শীতের রাতে গাড়িতে সেক্স করার মজাই আলাদা'! কনসার্টে শ্রোতাদের সঙ্গমের পরামর্শ দিয়ে বিতর্কে হানি সিং

লাইভ অনুষ্ঠানে গানের ফাঁকে শ্রোতা-দর্শকদের সঙ্গমের পরামর্শ দিয়ে ফের বিতর্কে র শিরোনামে নাম তুললেন হানি সিং।
Published By: Sandipta BhanjaPosted: 09:04 PM Jan 14, 2026Updated: 09:04 PM Jan 14, 2026

তিনি 'দেশি কালাকার'। র‌্যাপের জাদুতে মঞ্চে যেমন আগুন ঝরান, তেমনই বিতর্কিত মন্তব্য করে চর্চার শিরোনামে ঠাঁই পেতে তাঁর জুড়ি মেলা ভার। যদিও বিগত কয়েক বছরে হানি সিংকে ঘিরে নেতিবাচক চর্চা খুব কমই হয়েছে, তবে এবার লাইভ অনুষ্ঠানে গানের ফাঁকে শ্রোতা-দর্শকদের সঙ্গমের পরামর্শ দিয়ে ফের বিতর্কে র শিরোনামে নাম তুললেন হানি সিং।

Advertisement

সম্প্রতি নানকু এবং করুণের দিল্লি কনসার্ট থেকে বলিউড ব়্যাপারের একটি ভিডিও ভাইরার হয়েছে। সেখানেই এই হাড়কাঁপানো শীতে শ্রোতা-অনুরাগীদের গাড়িতে সঙ্গমের পরামর্শ দিতে শোনা গিয়েছে তাঁকে। যে মন্তব্য ভাইরাল হওয়ার পরই সোশাল পাড়ায় ছিছিক্কার পড়ে গিয়েছে! ভাইরাল ওই ভিডিওতে অশ্রাব্য গালিগালাজ সহকারে হানি সিংকে বলতে শোনা যায়, উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গমের মজাই আলাদা। তবে বন্ধুরা প্লিজ, কন্ডোম ব্যবহার করবেন। নিরাপদে থাকবেন। স্বাভাবিকভাবেই, এই ভিডিও ঘিরে বর্তমানে আলোচনা, সমালোচনার অন্ত নেই! এহেন মন্তব্যের জেরে নেটবাসিন্দারাও হানি সিংকে কটাক্ষ করা শুরু করেছেন।

হানিকে 'বুড়ো' বলে তোপ দেগে কারও মন্তব্য, 'বয়স বাড়লে এমন ভিমরতিই হয়!' কেউ বা বললেন, 'এতটাই অশ্রাব্য মন্তব্য যে ভিডিওটি কারও সামনে বসে দেখা দায়!' তবে নেটপাড়ার একাংশ আবার হানি সিংয়ের পাশে দাঁড়িয়ে পালটা নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। তাঁদের কথায়, এমন ভাবখানা করছেন, যেন সেক্স নিয়ে কোনও আলোচনাই হয় না বন্ধুদের সঙ্গে। কেউ বা বললেন, "হানি সিংকে 'পেডো' বলে যে তোপ দাগছেন, আদৌ এই শব্দটার মানে জানেন? নাকি কুল সাজার জন্য লিখেছেন?" সবমিলিয়ে হানি সিংয়ের দিল্লির ওই কনসার্ট ঘিরে বিতর্ক তুঙ্গে! যদিও নেটপাড়ার সমালোচনার মুখে পড়ে এখনও কোনও মন্তব্য করেননি গায়ক-ব়্যাপার।

YoYo Honey Singh talks about s*x on Nanku & Karun Delhi show
byu/MeethiBoondi inIndianHipHopHeads

ভাংড়া গানের সুরকার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন হানি সিং। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমায় গান গেয়ে। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করান। খ্যাতির শিখরে থাকাকালীনই নাকি মাদকে আসক্ত হয়ে পড়েন হানি। চণ্ডীগড়ের রিহ্যাবে বেশ কিছুদিন কাটিয়েছেন। তবে বছর খানেক আগে আবার জীবনের চেনা ছন্দে ফিরেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement