সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে গোয়ালিয়ারে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। আর সেখানেই অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হল কৈলাস খেরকে। ব্যারিকেড ভেঙে নিরাপত্তাবলয় টপকে উন্মত্ত জনতা একেবারে মঞ্চের সামনে এসে ছেঁকে ধরেন গায়ক ও তাঁর টিমকে। যার জেরে মাঝপথে কনসার্ট থামিয়ে মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হন সঙ্গীতশিল্পী। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়েই নেটভুবনে বর্তমানে জোর চর্চা।
ঠিক কী ঘটেছে? মঞ্চে চিরাচরিত স্টাইলে গান গাইছিলেন কৈলাস। কনসার্ট সবে জমে উঠেছিল। খানিক পরেই ঘটে ছন্দপতন! মঞ্চের সামনে পৌঁছতে হুড়মুড়িয়ে ব্যারিকেড টপকে ঢুকে পড়ে একদল উন্মত্ত জনতা। তাদের অনুসরণ করে শ্রোতামহলের আরেক দল ব্যারিকেড ভেঙে নিরাপত্তা বলয় টপকে একেবারে মঞ্চের সামনে চলে আসে। শুধু তাই নয়, চারদিক থেকে মঞ্চ ঘিরে ধরেছিলেন তারা। উপলক্ষ্য শুধু একটাই। কেউ প্রিয় শিল্পীকে কাছ থেকে ক্যামেরাবন্দি করতে চাইছিলেন, কেউ বা আবার কৈলাসকে একলহমার জন্য ছুঁয়ে দেখতে চাইছিলেন। আর তাতেই অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যার জেরে মেজাজ হারিয়ে ফেলেন কৈলাস খের নিজেও। গায়ক অনুরোধ করলেও বাগে আনা যায়নি উন্মত্ত জনতাকে। এরপরই কনসার্ট থামাতে বাধ্য হন শিল্পী। শুধু তাই নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশে কড়া বার্তা দিতেও পিছপা হননি তিনি।
মঞ্চে দাঁড়িয়ে কৈলাস খেরকে বলতে শোনা যায়, "কেউ যদি আমাদের সামনে কিংবা আমাদের বাদ্যযন্ত্রের কাছাকাছি আসেন, তাহলে আমরা অবিলম্বে অনুষ্ঠান বন্ধ করে দেব। আমরা সবসময়ে শ্রোতা অনুরাগীদের খুব প্রশংসা করি। তবে, এই মুহূর্তে আপনারা পশুর মতো আচরণ করছেন।" পাশাপাশি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও মঞ্চের সামনে এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনার অনুরোধ করেন কৈলাস। কিন্তু তাতেও লাভ না হলে শেষমেশ কনসার্ট বন্ধ করে মঞ্চ থেকে সদলবলে নেমে যান গায়ক। সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ভাইরাল হতেই গোয়ালিয়রের উন্মত্ত শ্রোতা, দর্শকদের নিন্দা-সমালোচনায় সরব হয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।
