সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চের আশপাশে ভিড়। মন দিয়ে অনুষ্ঠান উপভোগ করছেন সকলে। দু'হাতে জ্বলন্ত মোম নিয়ে নানা কসরত করছিলেন। আচমকা মুখে ঢেলে দিলেন গরম মোম। কষ্ট যে পাচ্ছেন, তা স্পষ্ট। তা বলে বিচলিত হননি এতটুকু। পরিবর্তে তুখড় পারফর্ম্যান্সই যেন তাঁর লক্ষ্য। এই ঘটনা দেখে তাজ্জব অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলে। সোশাল মিডিয়ায় নিজেই ভিডিওটি পোস্ট করেন সকলকে অবাক করলেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। আর তারপর থেকে ওই ভিডিওটি যেন সোশাল মিডিয়ায় হটকেকের মতো ঘুরে বেড়াচ্ছে টাইমলাইনে।
ভিডিও শেয়ার করে বিদ্যুৎ জামওয়াল লেখেন, "কালারি প্রয়াত্তু এবং যোগচর্চাকে সম্মান জানাই। এগুলি আমাদের আরও শক্তিশালী করে তোলে। গরম মোম গায়ে ঢালার মধ্যে যেন যোদ্ধার শক্তি লুকিয়ে।"
অভিনেতার এই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন তাঁর সহ অভিনেত্রী আদা শর্মা। তিনি কমেন্ট বক্সে লেখেন, "শুধু মঞ্চ নয়, নিজের গায়েও আগুন লাগিয়ে দিলে!"
কোনও কোনও নেটিজেন প্রশংসায় পঞ্চমুখ। তাঁরা 'মহান' বলে কুর্নিশ জানিয়েছেন অভিনেতাকে। তবে কেউ কেউ আবার অভিনেতার এই স্টান্ট দেখে খানিক বিরক্ত। ভরা মঞ্চে অভিনেতার এহেন কাজ দেখে আরও পাঁচজনের কাছে ভুল বার্তা পৌঁছতে পারে বলেই মত নেটিজেনদের একাংশের। তবে অভিনেতার তরফে মেলেনি কোনও প্রতিক্রিয়া। কারণ, বরাবরই তিনি আসেন, দেখেন এবং জয় করে চলে যাওয়ায় বিশ্বাসী। অভিনয় হোক বা অ্যাকশন হিরো, সবেতেই তিনি আগুন ধরাতে ওস্তাদ। মাত্র কয়েকদিন আগে হলিউডে পা রেখেই প্রথম লুকে সকলকে অবাক করে দিয়েছেন অভিনেতা। ছবিতে ‘ধালসিম’-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, এই ‘ধালসিম’ হলেন ক্যাপকমের জনপ্রিয় গেম সিরিজ ‘স্ট্রিট ফাইটার’-এর একটি বিখ্যাত চরিত্র। যিনি ‘ভারতের যোগী’ হিসেবে পরিচিত। যাঁরা এই চরিত্রের সঙ্গে পরিচিত, তাঁরা ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন হলিউডের পর্দায় বিদ্যুতের অ্যাকশনের মারপ্যাঁচ দেখার জন্য। তারই মাঝে অভিনেতার এই স্টান্টে তাজ্জব গোটা নেটপাড়া। তাই তো হু হু করে বাড়ছে ভিডিওটির ভিউ। কমেন্ট বক্সেও যেন উঠেছে ঝড়।
