shono
Advertisement

Breaking News

Malabika Das

মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার কাজল-যিশুর সহঅভিনেত্রীর পচাগলা দেহ

কাজল ও যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল 'দ্য ট্রায়াল' সিরিজে।
Published By: Akash MisraPosted: 03:01 PM Jun 10, 2024Updated: 03:56 PM Jun 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাস। সোমবার সকালে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল অভিনেত্রীর পচাগলা মরদেহ। কাজল ও যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল 'দ্য ট্রায়াল' সিরিজে।

Advertisement

এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর প্রতিবেশি ফ্ল্য়াট থেকে পচা গন্ধ পান। তার পরেই পুলিশকে যোগাযোগ করা হলে, ফ্ল্যাটের দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর দেহ পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুমান এক সপ্তাহ আগেই তাঁর মৃত্যু হয়েছে। অনুমান আত্মহত্যাই করেছেন মালবিকা দাস। অভিনেত্রীর মোবাইল ফোন, ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।

[আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত মিঠু, চলছে কেমো, স্ত্রীকে নিয়ে মুখ খুললেন ‘ফেলুদা’ সব্যসাচী]

বিমানসেবিকা হিসেবে কেরিয়ার শুরু করেন মালবিকা দাস। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। দু-একটি বলিউড ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল মালবিকাকে। তবে মালবিকা নজর কাড়েন নেটফ্লিক্সের 'দ্য ট্রায়াল' সিরিজে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন মালবিকা। তার জেরেই আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে পুরো ঘটনাটি।

[আরও পড়ুন: ‘হিন্দু বলেই এই পরিণতি?’, কাশ্মীরে তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হানায় সরব সাংসদ কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিমানসেবিকা হিসেবে কেরিয়ার শুরু করেন মালবিকা দাস।
  • কাজল ও যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল 'দ্য ট্রায়াল' সিরিজে।
Advertisement