সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan Mullick, Sreemoyee Chattoraj) সংসারে লক্ষ্মীর আগমন। ঈশ্বরে বিশ্বাসী দুজনেই। কন্যাসন্তান জন্মের পরই হাসপাতালে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক বলেছিলেন, "সবই মায়ের আশীর্বাদ।" শুভ দিনে ঘরে নতুন সদস্যের আগমন, এ যেন একেবারে ঈশ্বরের বরদান। তাই কৃষ্ণভক্ত মা-বাবা মেয়ের নামও রেখেছেন- 'কৃষভি'। হাসপাতাল থেকে কবে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন? এক্ষেত্রেও কি বিশেষ দিনেই কন্যার গৃহপ্রবেশ হবে?
জানতে সংবাদ প্রতিদিন ডট ইন-এর তরফে যোগাযোগ করা হয়েছিল তারকা বিধায়কের সঙ্গে। বাবা কাঞ্চনের কণ্ঠে একরাশ উচ্ছ্বাস। তিনি জানালেন, "শ্রীময়ী এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। কোনও অসুবিধে নেই।" একরত্তিকে নিয়ে কবে গৃহপ্রবেশ হচ্ছে? কাঞ্চন জানালেন, "ডাক্তার এখনও কোনও ডেট দেননি যদিও, তবে আজ-কালের মধ্যেই জানাবেন। আশা করছি, এই সপ্তাহেই মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে পারব।" শোনা যাচ্ছে, সম্ভবত বৃহস্পতিবার বা শুক্রবারই হাসপাতাল থেকে স্ত্রী-কন্যাকে নিয়ে বাড়িতে ফিরবেন তারকা বিধায়ক।
শ্রীময়ী চট্টরাজের হাতের স্যালাইন এখনও খোলা হয়নি। মঙ্গলবারই ইনস্টা স্টোরিতে ছবি শেয়ার করে জানান দিয়েছেন তিনি। বিয়ের ৯ মাস পূর্তিতে মা হয়েছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় দিনভর আগলে রাখছেন একরত্তিকে। কাঞ্চনও স্ত্রীয়ের ক্যাবিনেই কাটাচ্ছেন বেশিরভাগ সময়টা। কৃষভিকে প্রথমবার কোলে নেওয়ার অনুভূতি কেমন? মা অভিনেত্রী জানিয়েছেন, মনে হচ্ছে চোখের সামনে একটা তুলোর পুতুল শুয়ে আছে। মেয়ের যাতে ঘুম না ভাঙে, তার জন্য আস্তে আস্তে কথা বলছেন তাঁরা। সারাক্ষণ নিষ্পলকভাবে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন। প্রথমবার মেয়েকে দেখে, হ্যালো বলে সম্বোধন করেছিলেন শ্রীময়ী। স্ত্রীর এহেন কাণ্ডে নাকি হেসে খুন হন কাঞ্চন মল্লিক! শ্বশুরবাড়ির গুরুজনদের নির্দেশেই আসলে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা গোপন রেখেছিলেন। সাত মাস পর্যন্ত শুটিংও করেছেন, সেটেও কাউকে ঘুণাক্ষরে টের পেতে দেননি নাকি অভিনেত্রী।
এবার মা হওয়ার পর শ্রীময়ী সেই অনুভূতি ভাগ করে নিলেন সংবাদমাধ্যমের সঙ্গে। অভিনেত্রীর কথায়, সারাক্ষণ একটা ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত তাঁর মধ্যে। অপেক্ষার অবসান ঘটে 'ছোট্ট পরী' এখন তাঁর কোলে। তাই মাসখানেকের সমস্ত যন্ত্রণা, কষ্ট সব সার্থক। এখন একরত্তিকে ভালো করে বড় করার স্বপ্নে বিভোর কাঞ্চন-শ্রীময়ীর দু চোখ।