সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Mullick, Sreemoyee Chattoraj) দুজনেই ঈশ্বরে বিশ্বাসী। তাই সুযোগ পেলেই মন্দিরে ছুটে যান। বাড়িতেও আধ্যাত্মিক পরিবেশ। কালীপুজো, লক্ষ্মীপুজো থেকে রথ-রাস পালন সবটাই পালন করেন কাঞ্চন-শ্রীময়ী। সদ্য মহাকুম্ভ থেকে অমৃতস্নান করে ফিরেছেন দম্পতিতে। এবার তাঁদের মহাশিবরাত্রির উদযাপনেও ভাটা পড়েনি! উপোস করে শিবরাত্রি পালন করলেও শ্রীময়ীর বিশ্বাস, কাঞ্চনই তাঁর কাছে শিবতুল্য। তাঁর কথায়, কাঞ্চন মল্লিক তাঁর অনেক বছরের তপস্যার ফল।

মহাশিবরাত্রির (Mahashivratri 2025) পরিকল্পনা জানাতে গিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে শ্রীময়ীর মন্তব্য, "কাঞ্চনই আমার শিব।" দোল পূর্ণিমায় শ্রীময়ী চট্টরাজ প্রথমবার বুঝতে পেরেছিলেন মা হতে চলেছেন। আর অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ী ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। যেন অন্নপূর্ণা! তারকাদম্পতি কৃষ্ণভক্ত হওয়ায় সাধ করে মেয়ের নাম রেখেছেন 'কৃষভি'। তারকাদম্পতির জীবনের প্রতিটা বিশেষ দিনে কোনও না কোনও পুজোআর্চা কিংবা পুণ্যতিথির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। মেয়ের জন্মের পর এইপ্রথম শিবরাত্রি। বিশেষভাবে উল্লেখ্য, বিয়ের পর মল্লিক বাড়িতেও শ্রীময়ীর প্রথম শিবরাত্রি। কীভাবে পালন করবেন তাঁরা?
শ্রীময়ী সুগহিণী। বাড়ির পুজোর ভোগ নিজে হাতে রাঁধেন। পুজোর আয়োজনও করেন নিজেই। মহাশিবরাত্রি উপলক্ষেও বিশেষ পরিকল্পনা তাঁর। চলতিবছরে বেনারস থেকে শিবলিঙ্গ নিয়ে এসেছেন। বাড়িতে যজ্ঞ করে প্রতিষ্ঠা করেছেন। তাই এবছর বাড়িতেই শিবরাত্রি পালন করবেন কাঞ্চন-শ্রীময়ী। শৈশব থেকেই অভিনেত্রী শিবভক্ত। শিব পুজো করেন। শ্রীময়ীর কথায়, "শিব অল্পেতেই তুষ্ট। আমার স্বামীও তাই। কোনও চাহিদা নেই। মুখচোরা। আমাকেই খুঁচিয়ে সব কথা জানতে হয়। শিব যেমন মা কালীকে শান্ত করতে পারেন, কাঞ্চনও তেমনই আমাকে সামলে নেয়।" বিধায়কপত্নী জানালেন, বিয়ের আগে থেকেই কাঞ্চন তাঁকে কালীঘাটের নকুলেশ্বর ভৈরব মন্দিরে নিয়ে যেতেন। এযাবৎকাল সেখানেই শিবরাত্রি পালন করতেন শ্রীময়ী। তবে এবার বাড়িতে বেনারস থেগকে আনা শিবলিঙ্গে পুজো নিবেদন করবেন। শ্রীময়ীর কথায়, "কাঞ্চন বিবাহিত জেনেও আমি ওঁকে ভালোবেসেছি। অনেক প্রতিকূলতা পেরিয়ে আজ আমরা একসঙ্গে। কাঞ্চন আমার দীর্ঘ চোদ্দ বছরের তপস্যার ফল।"