সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি করিনা কাপুর। 'কভি খুশি কভি গম'-এর সেই স্টাইলিশ 'পু' এখন ৪৫। কিন্তু তাঁর শরীরী সৌষ্ঠব আজও চোখ ধাঁধায় অনুরাগীদের। দেখলে বোঝা যায়, নির্দিষ্ট ডায়েট মেনে চলেন নায়িকা। কিন্তু এহেন করিনা কিনা সামোসায় কামড় দিলেন! দেখে ফেললেন করণ জোহর। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
করিনা গিয়েছিলেন ছেলের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে। সেখানেই ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর ক্যামেরাবন্দি করেন করিনার সামোসা খাওয়ার মুহূর্ত। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, ''স্কুলের অনুষ্ঠানে এসে করিনা কাপুর কী করছেন, সামোসা খাচ্ছেন! আপনারা যাঁরা ভাবেন ও ডায়েটে আছে, তাঁরা দেখুন ও কী খাচ্ছে... একটা বিরাট সামোসা!'' মজা করে করণ করিনাকে 'কার্বি ডল' বলেও ডাকেন। এখানে 'কার্বি' শব্দটা আসলে কার্বোহাইড্রেটের সংক্ষিপ্ত রূপ। সেই সঙ্গেই করণ বলেন, ''তোমার জন্য গর্বিত বেবো! গর্বিত আমি। তুমি একটা কার্বি ডল।'' এই মজার মুহূর্ত উপভোগ করেছেন নেটিজেনরা।
করিনার এই খাদ্যপ্রীতি কিন্তু খুব একটা অজানা নয়। এর আগে তাঁর 'কীর্তি' ফাঁস করেছিলেন কাকিমা নীতু কাপুর। নেটফ্লিক্সের নতুন শো ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় করিনাকে একের পর এক ‘বেকড’ খাবার মুখে পুড়তে দেখেছিলেন। কন্যাসম বেবোকে শাসন করতেও পিছপা হননি নীতু। সংশ্লিষ্ট শোয়ে কাকিমার সঙ্গে কথোপকথনের মাঝে সেসব স্মৃতিচারণা করতে দেখা যায় বেবোকে। নীতুর উদ্দেশে করিনা বলেন, “আমি তখন অন্তঃসত্ত্বা। আমাকে প্রচুর পরিমাণে খেতে দেখে নীতু আন্টি জোর ধমক দিয়ে বলেন- এতগুলো খাবার কেন খাচ্ছো?” পালটা অন্তঃসত্ত্বা করিনা যখন যুক্তি দিয়ে বলেন, “আরে আমি তো গর্ভবতী, এটুকু তো খেতেই পারি।” সেকথা কানে তোলা তো দূরঅস্ত! সুর চড়িয়ে নীতু তাঁকে ধমক দিয়ে বলেন- “তুমি অন্তঃসত্ত্বা তো তাতে কী? এত খাবার খেও না।” এই একবার নয়। বেশি খাওয়ার অভ্যেস নিয়ে একাধিকবার কাকিমার কাছ থেকে বকুনি খেয়েছেন করিনা।
এদিকে করিনা ও করণের সম্পর্ক অনেক বছরের। ২০০১ সালে 'কভি খুশি কভি গম' ছবিতে তাঁরা প্রথম একসঙ্গে কাজ করেছিলেন। সেই থেকেই তাঁরা বন্ধু। যা আজও অটুট। সেই বন্ধুত্বের প্রতিফলন দেখা গেল নতুন ভিডিওয়।
