shono
Advertisement
Kartik Aaryan

সুশান্তের মতোই বলিউডের 'রাঘব বোয়াল'দের টার্গেটে কার্তিক আরিয়ান! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

'রুহ বাবা'র বিরুদ্ধে বলিউডে বড়সড় ষড়যন্ত্র চলছে! কার্তিকের বাড়তি 'স্টারডম'-এ নিরাপত্তাহীনতায় ভুগছেন কোন তারকারা?
Published By: Sandipta BhanjaPosted: 07:44 PM Jan 12, 2026Updated: 08:56 PM Jan 12, 2026

সুশান্ত সিং রাজপুতের মতো কার্তিক আরিয়ানের কেরিয়ারও ধ্বংস করে দিতে চান বলিউডের তাবড় তারকারা! স্বজনপোষণের জন্য শিল্পীদের নাস্তানাবুদ হওয়ার খবর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নয়। যে গেরোয় পড়ে কোণঠাসা হতে হয়েছিল প্রয়াত সুশান্তকেও। এবার কানাঘুষো, হিন্দি সিনেপাড়ার একাধিক তারকাসন্তান কার্তিকের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন!

Advertisement

২০২০ সালের অভিশপ্ত জুন মাস। সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশ। কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল বলিউডের তাবড় তারকাদেরও। বিশেষ করে বলিউডের 'লবি' নিয়ে গর্জে উঠেছিলেন একাংশ। সূত্রপাত অবশ্য কঙ্গনা রানাউতের হাত ধরেই হয়েছিল। স্বজনপোষণের অভিযোগ তুলে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুর সাম্রাজ্য থেকে করণ জোহরকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে করেন তিনি। সেসময়েই শোনা যায়, ট্যালেন্ট থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রির বহিরাগত হওয়ায় সুশান্ত সিং রাজপুতকে একঘরে করে দিয়েছিলেন প্রযোজকরা। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছিল সুশান্তের। বেশ কয়েকটা সিনেমার কথাবার্তা এগোলেও কাস্টিং থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল। আর বলিউডে কোণঠাসা হওয়ার জেরেই নাকি অবসাদে ভুগছিলেন অভিনেতা! যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের আজও কোনও কিণারা হয়নি। এবার বলিউডের 'রাঘব বোয়াল'দের টার্গেটে যে কার্তিক আরিয়ান, এক পোস্টই সেই রহস্য ফাঁস হল। কীরকম?

দিন দুয়েক ধরেই জনৈক গ্রিস সুন্দরীর সঙ্গে কার্তিকের 'প্রেমচর্যা' নিয়ে গেল গেল রব নেটভুবনে! গোয়ায় ঘুরতে গিয়ে নাকি বিদেশিনী তরুণী করিনা কাবুলিয়তের সঙ্গে এক হোটেলে রাত্রিবাস করেছেন অভিনেতা। এমন গুঞ্জনে যখন যখন তোলপাড় 'রুহ বাবা'র অনুরাগী শিবির, তখন টিনসেল টাউনেও 'ইন্ডাস্ট্রির বহিরাগত' তারকাকে নিয়ে অশালীন গসিপের অন্ত নেই! সম্প্রতি কার্তিক আরিয়ানকে 'হেয় করা' এক পোস্টে লাইক ঠুকেছিলেন জাহ্নবীর অভিনেতা প্রেমিক শিখর পাহাড়িয়া এবং অনন্যা পাণ্ডের বোন রাইসা পান্ডে। সেখানে লেখা ছিল, "কার্তিক আরিয়ান বোধহয় কেস স্টাডি করছিলেন, কীভাবে সম্পর্কজনিত সমস্যায় ভোগা ৪০ বছর বয়সি কেউ ২০ বছর বয়সির চরিত্রে অভিনয় করেন। আর সেটা দেখে জেন জি-রা কেমন আচরণ করবে, সেটাই হয়তো তিনি দেখতে চেয়েছিলেন।" আরেক পোস্টে আবার 'রুহ বাবা'কে নির্জন দ্বীপে পাঠিয়ে দেওয়ার কথা উঠেছিল। সেখানেও অভিনেতাকে নিয়ে কম খিল্লি হয়নি! আর সেসব পোস্টেই 'লাইকে' ভরিয়ে দিয়েছেন বলিপাড়ার শিখর, রাইসা, ওরি-সহ একাধিক তারকা। 'বহিরাগত' হয়েও কার্তিক আরিয়ান যেভাবে ইন্ডাস্ট্রির পিচে নিজের জমি শক্ত করেছেন, তাতেই কি রাগ এসব সেলেব-কিডদের? এহেন কৌতূহল যখন তুঙ্গে, তখন কার্তিককে কোণঠাসা করার ত্বত্ত্বে সিলমোহর বসান সুনীল শেট্টি। এক পোস্টে লাইক দিয়ে সিনেইন্ডাস্ট্রির পোড় খাওয়া অভিনেতা সুনীল খোলসা করেন, আদতেই 'রুহ বাবা'র বিরুদ্ধে বলিউডে বড়সড় ষড়যন্ত্র চলছে। এই অবশ্য প্রথম নয়।

Not Ananya’s sis Rysa liking edits about the kartik controversy 😭
byu/Most-Opportunity-783 inBollyBlindsNGossip

মাস খানেক আগে কার্তিকের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে, বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন জনপ্রিয় গায়ক অমল মালিকও। তিনি বলেছিলেন, "সুশান্তের মৃত্যু বলিউডের ঘুম কেড়ে নিয়েছিল। ওদের এটাই প্রাপ্য। কারণ ভালো মানুষের সঙ্গে খারাপ করেছে। আর আজকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ওই একই ষড়যন্ত্র করা হচ্ছে কার্তিক আরিয়ানের বিরুদ্ধে। কার্তিক ওইসব সমস্যাগুলোর মধ্যে দিয়ে গেলেও হেসেখেলে বেরিয়ে গিয়েছে। কিন্তু ওঁর সঙ্গে ওঁর মা-বাবা রয়েছেন। কার্তিকও ইন্ডাস্ট্রির বহিরাগত। নিজের কাজ করছে। ক্ষমতা প্রদর্শন করে ওঁকেও বলিউডের একশোটা লোক সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বড় বড় প্রযোজক, অভিনেতারা সব পারে।"

Jhanvi’s BF liked this post about KA…
byu/Pastlife2901 inBollyBlindsNGossip

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement