shono
Advertisement
Katy Perry Justin Trudeau

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে 'কাছাকাছি' ট্রুডো-কেটি পেরি, সম্পর্কে সিলমোহর

গত অক্টোবরে মাঝসমুদ্রে পপগায়িকার সঙ্গে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 02:31 PM Dec 05, 2025Updated: 02:31 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক ধরেই পপগায়িকা কেটি পেরির সঙ্গে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন। গত অক্টোবর মাসে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন দু'জনে। প্রাক্তন রাষ্ট্রাপ্রধানের সঙ্গে কেটির ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় আন্তর্জাতিকমহল। এবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে 'আরও কাছাকাছি' ট্রুডো-কেটি পেরি। তাঁদের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর বসালেন খোদ কিশিদা!

Advertisement

জানা গিয়েছে, ট্রুডোর সঙ্গে টোকিওয় উপস্থিত থাকার জন্য শেষমুহূর্তে নিজের ওয়ার্ল্ড ট্যুরের শিডিউল বদলেছেন কেটি পেরি। বন্ধু কিশিদার বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করতে বুধবারই জাপানে পৌঁছেছেন যুগলে। আর সেই আড্ডার মুহূর্ত শেয়ার করে সোশাল মিডিয়ায় কিশিদা যা লিখলেন, তাতে তোলপাড় গোটা দুনিয়া! তিনি লেখেন, "সঙ্গী কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও সারেন তাঁরা।" পালটা কিশিদাকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো লিখেছেন, "ইউকো আর তোমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগল কিশিদা। আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ ফুমিও।" পালটা কিশিদাও লেখেন, "ধন্যবাদ, তুমি আর কেটি ভালো করে ছুটি কাটাও।"

কিশিদার শেয়ার করা ছবিতে দেখা গেল, দুই প্রাক্তন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাঁদের সঙ্গীকে। একফ্রেমে কিশিদা ও তাঁর স্ত্রী ইউকো। পাশেই ট্রুডোর পিঠে হাত দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন কেটি পেরি। আর সেই ছবি ঘিরেই বর্তমানে তোলপাড় নেটপাড়া। ট্রুডো কিংবা কেটি পেরি নিজেদের সম্পর্ক নিয়ে এযাবৎকাল মুখ না খুললেও কিশিদাই যে তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, গত জুলাই মাসে ট্রুডো-কেটিকে একসঙ্গে নৈশভোজে যেতে দেখা গিয়েছিল। তখন থেকেই প্রেমের জল্পনার শুরুয়াত। উল্লেখ্য, বছরদুয়েক আগে দীর্ঘ দাম্পত্যজীবনে দাঁড়ি টেনেছেন ট্রুডো। ১৮ বছরের দাম্পত্যের পর স্ত্রী সোফিকে ডিভোর্স দেন। তাঁদের তিন সন্তানও রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন কেটি পেরি। একটি কন্যা রয়েছে তাঁদের। চলতি বছরের জুন মাসে কেটি-অরল্যান্ডোর বিচ্ছেদ হয়। তারপরেই জুলাই মাসে কানাডার মন্ট্রিয়লের এক রেস্তরাঁয় ডিনার সারতে দেখা যায় জাস্টিন-কেটিকে। এবার জাপানের প্রাক্তন রাষ্ট্রপ্রধানের বাড়িতে জুটিতে ধরা দিয়ে সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাসখানেক ধরেই পপগায়িকা কেটি পেরির সঙ্গে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন।
  • এবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে 'আরও কাছাকাছি' ট্রুডো-কেটি পেরি।
  • সম্পর্কের গুঞ্জনে সিলমোহর বসালেন খোদ কিশিদা!
Advertisement