সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ সালে করিশ্মা কাপুরের সঙ্গে ডিভোর্স। সঞ্জয় কাপুরের 'রসিক' জীবন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও! একাধিক প্রেম, বিয়ে থেকে বিলাসবহুল জীবনযাপনের জন্য বারবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন সঞ্জয়। বিয়ে ভাঙার পর করিশ্মা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন। শোনা যায়, মধুচন্দ্রিমায় গিয়ে নাকি কাপুরকন্যা করিশ্মাকে একরাতের জন্য বন্ধুদের কাছে নিলামে তুলেছিলেন এই সঞ্জয়! তাঁর মৃত্যুর পর সেসব বিতর্ক আবারও চর্চায়। শিল্পপতি হওয়ার পাশাপাশি গল্ফও খেলতেন তিনি। আর সেই খেলার ময়দানেই এক মৌমাছি প্রাণ কাড়ল সঞ্জয় কাপুরের! কীভাবে? সেখানেই ঘনাচ্ছে বড়সড় রহস্য।
সূত্রের খবর, লন্ডনে গল্ফ খেলার মাঝে আচমকাই এক মৌমাছি ঢুকে যায় সঞ্জয়ের গলায়। আর সেটা বার করতে না পেরেই ঘাবড়ে গিয়েছিলেন তিনি। এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে, তৎক্ষণাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। পরিবার-পরিজনরা চিকিৎসা করানোর সময়টুকুও পাননি। ঠিক এসব তথ্য নিয়ে যখন বিনোদুনিয়ায় কানাঘুষো, এমন আবহেই নেটপাড়ার আবিষ্কার তাঁর শেষ পোস্ট। যা বর্তমানে চর্চার শিরোনামে। কী এমন লিখেছিলেন সঞ্জয় সেই পোস্টে, যেখানে রহস্যের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা? জীবনদর্শনমূলক সেই পোস্টে লেখা- "এই পৃথিবীতে তোমার সময় খুব সীমিত। তাই কী হলে কী হতে পারত, এসব 'যদি'র বিষয় দার্শনিকদের ভাবতে দিয়ে বরং নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন কাজটা করছেন না?" আর ঠিক এই পোস্ট নিয়ে রহস্য ঘনিয়েছে। নেটপাড়ার প্রশ্ন, তাহলে কি মৃত্যুর আগে কিছু টের পেয়েছিলেন সঞ্জয় কাপুর? কারণ যে মানুষটি মাত্র ৭ ঘণ্টা আগে আহমেদাবাদের উড়ান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন, তাঁর এহেন অস্বাভাবিক মৃত্যু, তাও আবার শুধুমাত্র একটা মৌমাছির জন্য, সেই হিসেব কিছুতেই মেলাতে পারছে না নেটপাড়া!
এদিকে আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে সঞ্জয় কাপুরের শোকবার্তা, ভয়ানক একটা খবর। ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময় ঈশ্বর ওঁদের সহায় হোন। এই পোস্টের ঠিক ঘণ্টাখানেক বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সঞ্জয় কাপুর। এদিকে বৃহস্পতিবার প্রাক্তন জামাইবাবুর মৃত্যুর খবর পেয়ে দিদি করিশ্মার মুম্বইয়ের ফ্ল্যাটে মধ্যরাতে ছুটে যান সইফ-করিনা, মালাইকা-অমৃতারা।
