shono
Advertisement
Ritabhari Chakraborty

শাহরুখ ঘনিষ্ঠ বলিউডি প্রেমিকের সঙ্গে টলিউডকে আলাপ করালেন ঋতাভরী? বড়দিনে বড় খবর!

ঋতাভরীর বাড়িতে টলি তারকাদের মধ্যমণি সুমিত অরোরা।
Published By: Sandipta BhanjaPosted: 11:12 AM Dec 26, 2024Updated: 11:15 AM Dec 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিলই, তবে এবার প্রেমের জোয়ারে বাঁধ ভেঙেছে! শাহরুখ খানের 'জওয়ান' ছবির সংলাপ লেখকের সঙ্গে প্রেমে সিলমোহরটা এই বড়দিনে বসিয়েই দিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অভিনেত্রীর কলকাতার বাড়ির ক্রিসমাস পার্টিতে টলিপাড়ার একঝাঁক তারকাদের সঙ্গে একফ্রেমে দেখা গেল সুমিত অরোরাকে (Sumit Arora)।

Advertisement

বহুরূপী সিনেমার এক প্রচারের অনুষ্ঠানে গিয়েই ঋতাভরী চক্রবর্তী জানিয়েছিলেন তিনি প্রেমে পড়েছেন। তার পর দিওয়ালি উপলক্ষে সুমিতের সঙ্গে একফ্রেমে ধরাও দিয়েছেন। আর এবার আরও খুল্লমখুল্লা তিনি! ঋতাভরী চক্রবর্তীর বাড়িতে আয়োজিত বড়দিনের রাতপার্টিতে হাজির ছিলেন টলিপাড়ার একাধিক তারকা- ঋতুপর্ণা সেনগুপ্ত, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, অনুষা-আদিত্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহম মজুমদার এবং ফ্যাশন ডিজাইনার সায়ন্তন-সহ আরও অনেকে। আর সেখানেই সকলের মধ্যমণি হয়ে দেখা গেল সুমিত অরোরাকে। সেই ফ্রেমবন্দি মুহূর্ত নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতাভরী।

শুধু কি তাই? বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে যে স্কুলে গিয়ে অভিনেত্রী বড়দিন উদযাপন করেছেন, সেখানেও ঋতাভরীর সঙ্গী সুমিত। সঙ্গে ছিলেন মা শতরূপা সান্যালও। অভিনেত্রীর সোশাল মিডিয়াও সুমিত-ময়। সম্প্রতি বলিউডেরজনপ্রিয় এই সংলাপ লেখক দুটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। সেই ছবি শেয়ার করেও উচ্ছ্বসিত ঋতাভরী 'আমার স্টার' বলে সম্বোধন করেছেন। আর বড়দিনের পার্টিতে বলিউডি প্রেমিককে টলিপাড়ার বন্ধুদের সঙ্গেও পরিচয় করিয়ে দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাহরুখ খানের 'জওয়ান' ছবির সংলাপ লেখকের সঙ্গে প্রেমে সিলমোহরটা এই বড়দিনে বসিয়েই দিলেন ঋতাভরী চক্রবর্তী।
  • অভিনেত্রীর কলকাতার বাড়ির ক্রিসমাস পার্টিতে টলিপাড়ার একঝাঁক তারকাদের সঙ্গে একফ্রেমে দেখা গেল সুমিত অরোরাকে।
Advertisement