shono
Advertisement
Arushi Sharma

সাত পাকে বাঁধা পড়লেন কার্তিকের 'লাভ আজ কাল' নায়িকা, পাত্র বলিউডেরই একজন

পাহাড়ে ঘেরা মণ্ডপেই মনের মানুষের গলায় মালা দিলেন অভিনেত্রী।
Posted: 05:41 PM Apr 20, 2024Updated: 05:41 PM Apr 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত পাকে বাঁধা পড়লেন কার্তিক আরিয়ানের 'লাভ আজ কাল' সিনেমার নায়িকা আরুষি শর্মা (Arushi Sharma)। হিমাচলের মেয়ে আরুষি। পাহাড়ে ঘেরা মণ্ডপেই মনের মানুষের গলায় মালা দিলেন তিনি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি। তাতেই ফাঁস পাত্রের পরিচয়। তিনি আবার বলিউডেরই একজন।

Advertisement

না, কোনও অভিনেতা নয়, কাস্টিং ডিরেক্টরকে মন দিয়েছেন আরুষি। পাত্রের নাম বৈভব বিশান্ত। কাস্টিং ডিরেক্টর হিসেবে বলিউডে বেশ নাম রয়েছে তাঁর। হালফিলের 'ময়দান', 'বড়ে মিঞা ছোটে মিঞা' সিনেমার কাস্টিংয়ের নেপথ্যেও নাকি বৈভব রয়েছেন। এদিকে আরুষির জন্ম হিমাচল প্রদেশের শিমলায়। তাঁর মা ও বাবা দুজনই আইনজীবী। অভিনেত্রী নিজে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। গুরুগ্রামে চাকরিও করছিলেন। কিন্তু তাঁর ভাগ্যে ছিল গ্ল্যামার জগৎ।

[আরও পড়ুন: সম্মোহনের শক্তি নিয়ে আসছে ‘নয়ন রহস্য’, ফেলুদার যত কাণ্ড গরমের ছুটিতে, দেখুন ট্রেলার]

পরিচালক ইমতিয়াজ আলির নজরে পড়ে যান আরুষি। রণবীর-দীপিকার 'তামাশা' ছবিতে তিনিও ছিলেন। তবে অভিনেত্রী হিসেবে 'লাভ আজ কাল' সিনেমাতেও নজর কাড়েন। ইমতিয়াজের এ ছবি আসলে সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন অভিনীত 'লাভ আজ কাল' সিনেমার সিক্যুয়েল। পরিচালক নামটি এক রেখেছিলেন। তবে সিনেমা বক্স অফিসে বিশেষ আয় করতে পারেননি।

এতে অবশ্য থেমে থাকেননি আরুষি। নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা 'জাদুগর'-এ ডা. দিশার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবির নায়ক 'পঞ্চায়েত' ওয়েব সিরিজ খ্যাত জিতেন্দ্র কুমার। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'কালা পানি'তে আবার জ্যোৎস্নার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এবার বাস্তবের জীবনে নতুন ভূমিকায় আরুষি। বৈভবের হাতে হাত রেখে নতুন জীবনের অঙ্গীকার করেছেন তিনি।

[আরও পড়ুন: বাইরে যা গরম! বাড়িতেই জমে উঠুক প্রেম, রইল রোম্যান্টিক টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement