shono
Advertisement

Breaking News

Madhumita Sarcar

বউভাতের থিম কালীপুজো, সঙ্গী ভোলেবাবা! বিশেষ চমক মধুমিতা-দেবমাল্যর

শ্বশুরবাড়িতে পা রাখার আগে শিবমন্দিরে গিয়ে আশীর্বাদ নেন মধুমিতা।
Published By: Sayani SenPosted: 10:25 AM Jan 26, 2026Updated: 10:29 AM Jan 26, 2026

জীবনের নয়া ইনিংসের শুরু বলে কথা! তাই তো শ্বশুরবাড়িতে পা রাখার আগে শিবমন্দিরে যান মধুমিতা। দেবমাল্যর পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নেন। তারপর নতুন সংসারে পা রাখেন। এবার বউভাতেও দিলেন বিশেষ চমক। 'ভোলেবাবা'ই সঙ্গী নবদম্পতির। বউভাতের আসরের থিম কালীপুজো। অভিনয় জগতে বেশ খানিকটা বিরতির পর ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকের মাধ্যমে ফিরেছেন ছোটপর্দায়। সে কারণে এমন থিম, স্বাভাবিকভাবে অনেকের মনে জাগছে সে প্রশ্ন। 

Advertisement

মধুমিতার বিয়ের সাজ ছিল একেবারেই সাবেকি। লাল বেনারসি, সোনার গয়নায় একেবারে অন্যরকম লাগছিল তাঁকে। বউভাতে তাঁর পরনে লাল সিল্কের শাড়ি। সঙ্গে সিক্যুইন ও জরির কাজ। গলায় কুন্দনের গয়না। খোলা চুলে গোলাপের বাহার। দেবমাল্য পরেন সাদা শেরওয়ানি। সঙ্গে দুধসাদা জ্যাকেট। সোনার চেন, রিস্টলেট ও আংটি। দু'জনের দিক থেকেই যেন চোখ ফেরানো দায়।

বউভাতের সাজে মধুমিতা ও দেবমাল্য। ছবি: ফেসবুক

বিয়ের মতো বউভাতেও পেটপুজোর এলাহি আয়োজন। ফুচকা থেকে গন্ধরাজ ঘোল, আমপোড়ার শরবত, মিন্ট লেমন দিয়ে ডাবের জল গলা ভেজাতে কী ছিল না। সঙ্গে আবার কেশর চা। স্টার্টারে গোল্ডেন প্রন, ফিশফ্রাই, কাবাব, গন্ধরাজ চিকেন। মেন কোর্সে লুচি, কড়াইশুটির কচুরি, আলুরদম, ভেজিটেবল চপ, ভাত, ফুলকপির রোস্ট, বাসন্তী পোলাও, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, দই কাতলা, গোলবাড়ির কষা মাংস, চাটনি। মিষ্টিমুখের জন্য ছিল রসগোল্লা, রসমালাই, জিলিপি-সহ রকমারি মিষ্টি। মধুমিতা-দেবমাল্যর বউভাতে যেন বিনোদুনিয়ার রিইউনিয়ন। বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও এদিন নবদম্পতিকে আশীর্বাদ করেন।

মধুমিতা-দেবমাল্যর প্রেমের সাক্ষী তাঁরা। কাজের ব্যস্ততার ফাঁকেই মধুমিতার জীবনে উঁকি দেয় নতুন প্রেম। সেই প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা। ২০২৪ সালে পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী। দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চলতি বছর মার্চ মাসে দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে। সোশাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যায় জুটির ক্যামেরাবন্দি রোম্যান্টিক সব মুহূর্ত। পরিণতি পেল প্রেম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement