shono
Advertisement
Republic Day

সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোয় বিনোদুনিয়া, কর্তব্য পথে ইতিহাস রচনা বলিউডের

এই প্রথমবার কুচকাওয়াজে এমন ট্যাবলো দেখা গেল।
Published By: Sayani SenPosted: 05:19 PM Jan 26, 2026Updated: 05:21 PM Jan 26, 2026

৭৭ তম সাধারণতন্ত্র দিবসে বিশেষ চমক। কর্তব্যপথে ইতিহাস রচনা করল বলিউড। পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যৌথ উদ্যোগে ট্যাবলোয় বি-টাউন। এই প্রথমবার কুচকাওয়াজে এমন ট্যাবলো দেখা গেল।

Advertisement

ট্যাবলোর থিম 'ভারত কথা: শ্রুতি, কৃতী, দৃষ্টি'। ভারতীয় সিনেমা কীভাবে কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে মিলেমিশে একাকার, তা তুলে ধরা হয়েছে ট্যাবলোয়। একেবারে শুরুতে তুলে ধরা হয়েছে জ্ঞান। তারপর 'শ্রুতি'। সেই প্রাচীন কালে কীভাবে শুনে শুনে জ্ঞানলাভ করতেন সাধারণ মানুষ, তা দেখানো হয়েছে ট্যাবলোয়। দ্বিতীয় ধাপে ছিল 'কৃতী'। শ্রুতি থেকে কীভাবে লিখিত আকার জ্ঞানার্জন করতে শুরু করলেন সাধারণ মানুষ, তা তুলে ধরা হয় ট্যাবলোয়। গণেশ থেকে মহাভারত সবই ফুটিয়ে তোলা হয়েছে। ছবির সম্প্রচার সংক্রান্ত তথ্য ফুটিয়ে তোলা হয় 'দৃষ্টি'র মাধ্যমে। পুরনো দিনের ক্যামেরা, ফিল্ম রিল, স্যাটেলাইট, সংবাদপত্র এবং বক্স অফিস দেখা যায় ট্যাবলোয়।

ট্যাবলো ঘিরে স্বাভাবিকভাবেই অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। যা দেখে অত্যন্ত খুশি পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তিনি বলেন, "আমি ভারতীয় সিনেমাকে কর্তব্য পথে উপস্থাপন করতে পেরে খুবই খুশি। ভারত গাঁথা থিমে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যৌথ উদ্যোগে তৈরি ট্যাবলো।" এই ট্য়াবলো যে ইতিহাস রচনা করল এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement