shono
Advertisement
Maha Kumbh 2025

ত্রিবেণী সঙ্গমে রামদেবের সঙ্গে ডুব দিতে গিয়ে বিপত্তি হেমা মালিনীর! মহাকুম্ভে কী ঘটল?

মৌনী অমাবস্যায় 'শাহি স্নান' সেরে কী জানালেন সাংসদ-অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 07:17 PM Jan 29, 2025Updated: 07:17 PM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মৌনী অমাবস্যা তিথি শুরু হতেই মাঝরাতে পদপিষ্টের ঘটনা ঘটে। তবে বুধবার সকাল থেকেই ছন্দে ফিরেছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। এদিন কাকভোর থেকে ক্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন আমজনতা থেকে, সাধুসন্ত, সেলেবরা। সেখানেই বাবা রামদেবের (Baba Ramdev) সঙ্গে 'শাহি স্নান'-এ যোগ দেন হেমা মালিনী (Hema Malini)। তবে সঙ্গমস্থলে ডুব দিতে এমন কাণ্ড ঘটে যে মথুরার বিজেপি সাংসদ তথা প্রবীণ অভিনেত্রী নিজের হাসি চেপে রাখতে পারলেন না!

Advertisement

বাবা রামদেবের পুণ্যস্নানের ভঙ্গী দেখে হেসে গড়িয়ে পড়েন হেমা। কী এমন ঘটেছিল? সোশাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, যোগগুরু বাবা রামদেব শাহি স্নানের সময় আস্থার ডুব দিচ্ছেন। তবে ওঠার সময়েই বিপত্তি ঘটে! রামদেবের পিছনেই দাঁড়িয়ে ছিলেন হেমা মালিনী এবং অন্যান্য সাধুসন্তরা। ডুব দিয়ে ওঠার সময়ে যোগগুরু যেভাবে মাথা ঝাপটে তাঁর লম্বা চুল পিঠে ফেলেন, তাতে পিছনে দাঁড়িয়ে থাকা সাধুদের মুখে রামদেবের চুলের ঝাপটা লাগে। সেটা দেখে হাসি থামাতে পারেননি হেমা মালিনী। তৎক্ষণাৎ তাঁকে বাবা রামদেবের উদ্দেশে হাত নেড়ে ইশারায় কিছু বলতেও দেখা যায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। যোগগুরুর কাণ্ড দেখে সকলের হেমা মালিনীর মতো পরিস্থিতি!

পরে সকলকে একসঙ্গে করজোরে মন্ত্রচ্চারণের মাধ্যমে আস্থার ডুব দিতে দেখা যায়। যা দেখে নেটপাড়ার একাংশের দাবি, সাধুদের মাঝখানে পড়ে হেমা মালিনী স্বাচ্ছন্দ্যে স্নানও সারতে পারেননি। যদিও মৌনী অমাবস্যা তিথিতে পুণ্যস্নান সেরে মথুরার সাংসদ তথা প্রবীণ অভিনেত্রী জানিয়েছেন, আমার দারুণ অনুভূতি। আগে কোনওদিন এরকম অভিজ্ঞতা হয়নি। আজ তো বিশেষ দিন। কোটি মানুষ এসেছেন এখানে, আর আজকের দিনে এখানে পুণ্যস্নানের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবা রামদেবের পুণ্যস্নানের ভঙ্গী দেখে হেসে গড়িয়ে পড়েন হেমা।
  • ডুব দিয়ে ওঠার সময়ে যোগগুরু যেভাবে মাথা ঝাপটে তাঁর লম্বা চুল পিঠে ফেলেন, তাতে পিছনে দাঁড়িয়ে থাকা সাধুদের মুখে রামদেবের চুলের ঝাপটা লাগে।
  • মৌনী অমাবস্যা তিথিতে পুণ্যস্নান সেরে মথুরার সাংসদ তথা প্রবীণ অভিনেত্রী জানিয়েছেন, আমার দারুণ অনুভূতি।"
Advertisement