সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাজনক খ্রিস্টানদের সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। একাধিক শারীরিক জটিলতার পাশাপাশি ফুসফুসের সংক্রমণের জেরে তাঁকে ভর্তি করা হয়েছে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে। এবার জানা গেল, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, ৮৮ বছর বয়সি পোপের শারীরিক সমস্যা যথেষ্ট উদ্বেগজনক। একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে তাঁর। বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।
পোপ ফ্রান্সিস ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের অংশ বাদ দিতে হয়। যার জেরে সমস্যা ছিলই। সম্প্রতি সেটাই গুরুতর আকার নিয়েছে। গত শুক্রবার শ্বাসের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মঙ্গলবার সিটিস্ক্যান করা হয় পোপের। সেখানেই জানা গিয়েছে, তাঁর দুটি ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। পাশাপাশি বুকের এক্স-রে ও আরও যে সব পরীক্ষা করানো হয়েছিল তার রিপোর্টও খুব একটা স্বাভাবিক নয়।
গত সোমবার ভ্যাটিকানের তরফে জানানো হয়েছিল, ব্রঙ্কাইটিসের সমস্যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপকে। তবে তাঁর শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। তবে তিনি মানসিকভাবে সুস্থ আছেন। পোপের নির্ধারিত চিকিৎসা চলছে এবং তার শরীরে এখন জ্বর নেই। অসংখ্য মানুষ ভালোবাসা ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন, যা পোপকে আপ্লুত করেছে। পূর্ব নির্ধারিত বহু অনুষ্ঠান অসুস্থতার জেরে বাতিল হওয়ায়, সেখানে নিজের লেখা বক্তব্য পাঠাচ্ছেন পোপ।
পোপ ফ্রান্সিস ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ছকভাঙা পথে হেঁটে নিজের উদারপন্থী মানসিকতার জন্য প্রবল জনপ্রিয় ভ্যাটিকানের বর্তমান পোপ ফ্রান্সিস। ব্যাসিলিকার ঘেরাটোপেই বসে থাকেননি তিনি। বাইরে বেরিয়ে পথেঘাটে ঘুরে সাধারণ জনতার সঙ্গে কথাবার্তা বলে তিনি বুঝিয়েছিলেন, আপনজন হতে না পারলে আন্তরিক শ্রদ্ধা অর্জন করা যায় না। ক্রিসমাস হোক কিংবা অন্য যে কোনও উৎসবে, ভ্যাটিকানের ঝুলন্ত বারান্দা থেকে পোপ জনতাকে শুভেচ্ছা জানান। কখনও সরাসরি সংযোগ স্থাপনও করেন। এহেন পোপের অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা।
