আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক নিয়ে বারবার চর্চায় উথে সেছেন মালাওকা অরোরা। তাঁদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। একটা সময়ে গিয়ে সেই সম্পর্কে শেষ পরজন্ত ইতি টানেন তাঁরা। সেই সম্পর্কে ফুলস্টপ দেওয়ার পরও অর্জুনের জন্য মালাইকার এখনও রয়েছে মনের টান! এখনও তাঁকে ভুলতে পারেননি বলিউডের বছর বাহান্নর লাস্যময়ী?
আসলে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়েই মুখ খোলেন মালাইকা। সাক্ষাৎকারে তাঁকে সম্পরক-বিচ্ছেদ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাগ-অভিমান সবটাই জীবনের একটা অংশ। একটা বয়স পর্যন্ত এগুলো তোমাকে ভীষণরকম বিচলিত করবে। কিন্তু একটা সময়ের পর তা আপনার জীবন থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একইসঙ্গে মালাইকা আরও বলেন, "আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে অর্জুন। আর ও সারাজীবন আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়েই থেকে যাবে। যদিও এটা আমাদের খুব ব্যক্তিগত বিষয়। ব্যাক্তিগত জীবন নিয়ে খুব বেশি কাটাছেড়া করা পছন্দ করি না। কিন্তু এটা না বললেই হত না।
বলে রাখা ভালো অর্জুনের সঙ্গে সম্পর্ক ছেদের পর নানা গুঞ্জনের মাঝে দেশে আয়োজিত এনরিকের কনসার্টে এক পুরুষ বন্ধুর সঙ্গে দেখা যায় মালাইকাকে সেই নিয়েও কম চর্চা হয়নি। অনেকেই নানা মন্তব্য করেছেন তাঁর দিকে। এই বিষয়কেও তুলে ধরেন মালাইকা। বলেন, "সম্পর্ক শেষ হওয়ার পর যে কোনও পুরুষের সঙ্গে দেখলেই নতুন প্রেমিক বলে দাগিয়ে দেওয়া মানুষের একটা স্বভাব। তাই আমার মনে হয় এই ধরনের বিষয়গুলোকে একেবারেই আমল দেওয়ার দরকার নেই। বলে রাখা ভালো জীবনে যেরকম পরিস্থিতিই আসুক না কেন, নিজের শর্তেই জীবন বাঁচতে চেয়েছেন মালাইকা। প্রাধান্য দিয়েছেন তাই নিজের পছন্দ-অপছন্দকে।
