shono
Advertisement
Milind Soman at Maha Kumbh

মহাকুম্ভে মর্মান্তিক ঘটনা! আস্থার ডুব দিয়ে নিহতদের পরিবারের জন্য প্রার্থনা মিলিন্দ সোমানের

মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে স্ত্রী অঙ্কিতাকে নিয়ে প্রয়াগরাজে মিলিন্দ সোমান।
Published By: Sandipta BhanjaPosted: 08:50 PM Jan 29, 2025Updated: 08:50 PM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৌনী অমাবস্যার 'অমৃতস্নান' উপলক্ষে মঙ্গলবার রাত দুটো নাগাদ মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। যদিও বুধবার সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। ছন্দে ফিরেছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। পুণ্যতিথি উপলক্ষে এদিন কাকভোর থেকে ক্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন আমজনতা থেকে, সাধুসন্ত, সেলেবরা। সেখানেই শামিল হন জনপ্রিয় মডেল-অভিনেতা মিলিন্দ সোমানও (Milind Soman)।

Advertisement

বুধবার স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে নিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন মিলিন্দ সোমান। পরনে হলুদ ধুতি। অনাবৃত উর্ধ্বাঙ্গে গলায় রুদ্রাক্ষের মালা। কপালে আবার হলুদ তিলকও কেটেছিলেন মিলিন্দ। স্ত্রীর সঙ্গে আস্থার ডুব দিয়ে মিলিন্দ প্রার্থনা করেন মহাকুম্ভের দুর্ভাগ্যজনক ঘটনায় নিহতদের পরিবারের জন্য। প্রয়াগরাজ থেকে একাধিক ছবি শেয়ার করে মডেল-অভিনেতা লিখেছেন, "মহাকুম্ভে আস্থার ডুব দিয়ে যদিও আমার মন ভরে গিয়েছে, তবে গত রাতের ঘটনায় আমি ভীষণই শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং ওঁদের জন্য প্রার্থনাও করেছি। হর হর গঙ্গে। হর হর মহাদেব।" মিলিন্দ আধ্যাত্মিকতায় বিশ্বাসী। স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে মহাকুম্ভে যোগ দিয়ে তাঁর উপলব্ধি, "এই আধ্যাত্মিক জায়গায় এসে মনে হচ্ছে, এই অসীমের সামনে আমাদের অস্তিত্ব অতি ক্ষুদ্র এবং তুচ্ছ। এই পৃথিবীতে আমরা যেটুকু সময় রয়েছি, তার সবটাই মূল্যবান।"

এদিকে মিলিন্দ সোমানের পুণ্যস্নানের ছবি দেখে নেটপাড়ায় শোরগোল। অনুরাগীদের কথায়, বয়স যে সংখ্যামাত্র তার প্রকৃত উদাহরণ মিলিন্দ। চুল-দাঁড়িতে পাক ধরলেও চেহারায় বার্ধক্যের ছাপ মাত্র নেই! স্বাভাবিকভাবেই মডেল-অভিনেতার শেয়ার করা ছবি নেটপাড়ায় আপাতত দাবানল গতিতে ভাইরাল। প্রসঙ্গত, মৌনী অমাবস্যার 'অমৃতস্নান' উপলক্ষে মঙ্গলবার রাত দুটো নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে মহাকুম্ভে। স্নানের জন্য ঘাটে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সেখানেই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরে পদপিষ্ট হন বহু মানুষ। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া রিপোর্ট অনুযায়ী, অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। তবে তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে যোগী প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে স্ত্রী অঙ্কিতাকে নিয়ে প্রয়াগরাজে মিলিন্দ সোমান।
  • বুধবার স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে নিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন মিলিন্দ সোমান।
  • আস্থার ডুব দিয়ে মিলিন্দ প্রার্থনা করেন মহাকুম্ভের দুর্ভাগ্যজনক ঘটনায় নিহতদের পরিবারের জন্য।
Advertisement