shono
Advertisement

Breaking News

Mimi Chakraborty

থাইল্যান্ডে গিয়ে নিজের হাতে জুস বানালেন মিমি! কিন্তু কার জন্য ?

'রক্তবীজ-২' ছবির শুটিং করতে থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন মিমি।
Published By: Arani BhattacharyaPosted: 09:11 PM Jun 10, 2025Updated: 09:11 PM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থাইল্যান্ডে গিয়ে নিজের হাতে জুস বানাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর তাঁকে সাহায্য করছেন থাইল্যান্ডেরই রেস্তরাঁর দুই কর্মী। খোশমেজাজে তাঁদের সঙ্গে গল্প করছেন মিমি আর মনের আনন্দে বানাছেন বিদেশে তাঁর পছন্দের জুস। শুধু তাই নয়, তা তৈরি করে গ্লাসে ভরে নিয়েও গেলেন অভিনেত্রী। কিন্তু কার জন্য এত আয়োজন? তা অবশ্য খোলসা করেননি তিনি।

Advertisement

সম্প্রতি 'রক্তবীজ-২' ছবির গানের শুটিংয়ের জন্য ছবির টিমের সঙ্গে থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন মিমি। উল্লেখ্য, এই প্রথম উইন্ডোজের ছবির শুটিং হচ্ছে থাইল্যান্ডে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবির শুটিংয়ের ব্যস্ততা তুঙ্গে। থাইল্যান্ডে শুটিংয়ের ফাঁকে নিজেদের জন্য সেভাবে সময় বের করা নাকি বেশ কঠিন হয়েছে। তবে সেই শুটিংয়ের মাঝেই এবার দেখা গেল নায়িকাকে আম, বেদানা-সহ আরও বেশকিছু ফল দিয়ে নিজের হাতে বিদেশি জুস বানাতে। 'রক্তবীজ-২' এর শুটিং যে সেখানে বেশ হইহই করেই হচ্ছে তা বোঝা গেল এই ভিডিও দেখেই।

 

এর আগে 'রক্তবীজ' ছবিতে আবির ও মিমির পাশাপাশি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল অঙ্কুশ হাজরাকে। এবার 'রক্তবীজ-২' ছবিতে নতুন সংযোজন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে এবার নাকি আবির-মিমির একটি প্রেমের গানের পাশাপাশি অঙ্কুশ ও কৌশানীর একটি গানেরও শুটিং হয়েছে থাইল্যান্ডে। আর সেই গানই নাকি 'রক্তবীজ-২' ছবির গল্পকে এগিয়ে নিয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম উইনডোজের ছবির শুটিং হচ্ছে থাইল্যান্ডে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবির শুটিংয়ের ব্যস্ততা তুঙ্গে।
  • থাইল্যান্ডে শুটিংয়ের ফাঁকে নিজেদের জন্য সেভাবে সময় বের করা নাকি বেশ কঠিন হয়েছে।
  • তবে সেই শুটিংয়ের মাঝেই এবার দেখা গেল নায়িকাকে আম, বেদানাসহ আরও বেশকিছু ফল দিয়ে নিজের হাতে বিদেশি জুস বানাতে।
Advertisement