shono
Advertisement
Mithun Chakraborty Osho Rajneesh

আধ্যাত্মিক গুরু ওশো রজনীশের বায়োপিকে মিঠুন! জল্পনার মাঝেই মুখ খুললেন মহাগুরু

পরিচালকের আসনে কে?
Published By: Sandipta BhanjaPosted: 01:25 PM Jan 30, 2025Updated: 01:25 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই বলিউডে বায়োপিকের জোয়ার। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও ক্রীড়াদুনিয়া আবার কখনও বা গ্ল্যামারদুনিয়ার তারকাদের জীবনকাহিনি পর্দায় ফুটে উঠেছে। এবার হিন্দি বিনোদুনিয়ায় ওশো রজনীশের (Osho Rajneesh) বায়োপিকের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, আধ্যাত্মিক গুরুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ওশোর সঙ্গে মহাগুরুর চেহারার অদ্ভূত সাদৃশ্যের জন্যেই নাকি বায়োপিকের প্রস্তাব এসেছে তাঁর কাছে। জল্পনার পারদ চড়তেই এবার মুখ খুললেন মিঠুন চক্রবর্তী।

Advertisement

ওশোর বায়োপিকের পরিকল্পনার সূত্রপাত বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সেটে। কীভাবে? সম্প্রতি বলিউড সংবাদমাধ্যমের কাছে মিঠুন জানিয়েছেন, সেই সিনেমার জন্য এক ফটোশুট করতে গিয়েই নাকি তাঁর কাছে ওশো রজনীশের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব আসে। জনৈক চিত্রসম্পাদক তাঁর সঙ্গে আধ্যাত্মিক গুরুর চেহারার অদ্ভূত মিল খুঁজে পান। মিঠুন একবাক্যে স্বীকার করে নেন যে, সেই সাদৃশ্য তাঁকেও প্রথমে অবাক করে দিয়েছিল। এরপরই মহাগুরুর কাছে ওশোর বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করার প্রস্তাব আসে। তবে সেই ছবির পরিকল্পনা আপাতত প্রাথমিক পর্যায়েই রয়েছে। এপ্রসঙ্গে মিঠুনের মন্তব্য, "কারণ, ওশোর বায়োপিক তৈরি করতে হলে অন্তত পাঁচ-ছয় বছর সময় তো লাগবেই।" তিনি এও জানান যে, পরিচালক বিবেক অগ্নিহোত্রীই মনেপ্রাণে চান আমি ওশোর চরিত্রে অভিনয় করি। শুধু তাই নয়, আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করার জন্য অন্য আরেকজনের তরফেও প্রস্তাব এসেছিল মিঠুন চক্রবর্তীর কাছে।

মিঠুনের কথায়, "ওশোর অগণিত ভক্ত রয়েছে। এবং চেহারায় যতই মিল থাকুক পর্দায় এরকম একজন প্রভাবশালী আধ্যাত্মিক গুরুকে ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং।" গ্ল্যামারদুনিয়াতেও ওশো রজনীশের কতটা প্রভাব ছিল? সেটা জানতে আটের দশকের ইতিহাসে ফিরে যেতে হয়। আধ্যাত্মিক গুরু রজনীশ ওরফে ওশোতে মেতে তখন অনেকেই। হলিউড তারকা থেকে বলিউড তারকা বিনোদ খান্না, অনেকেই ওশোর বাণীতে মুগ্ধ হয়েছিলেন। আর বিনোদ খান্নার তখন এমনই অবস্থা যে কেরিয়ারের মধ্য গগনে তিনি যখন খ্যাতির চূড়ায়, সবকিছু ছেড়েছুঁড়ে দিয়ে চলে যান ওশোর আশ্রমে। পরবর্তীতে সেই আধ্যাত্মিক গুরুই জড়িয়ে পড়েছিলেন একাধিক বিতর্কে। যে বিতর্কে তাঁর ভাগীদার হয়েছিলেন একজন স্মার্ট, লাস্যময়ী মহিলা- 'শীলা' আম্বালাল প্যাটেল। যিনি ওশোর ব্যাক্তিগত সচিব হিসেবে কাজ করেছিলেন। তাঁর চরিত্র নিয়েও বলিউডে ওয়েব সিরিজ হওয়ার কথা ছিল। যে চরিত্রে প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া পরে আলিয়া ভাটের কথা ভাবা হয়। তবে সেই প্রজেক্টের ভবিষ্যৎও এখনও অনিশ্চিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওশোর বায়োপিকের পরিকল্পনার সূত্রপাত বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সেটে।
  • মিঠুন জানিয়েছেন, সেই সিনেমার জন্য এক ফটোশুট করতে গিয়েই নাকি তাঁর কাছে ওশো রজনীশের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব আসে।
  • মিঠুনের মন্তব্য, "কারণ, ওশোর বায়োপিক তৈরি করতে হলে অন্তত পাঁচ-ছয় বছর সময় তো লাগবেই।"
Advertisement