shono
Advertisement

Breaking News

Monalisa Maha Kumbh

বলিউডে পা রেখেই বড় চ্যালেঞ্জ! জানেন মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসার নায়ক কে?

ফেব্রুয়ারি মাস থেকেই শুরু ছবির শুটিং।
Published By: Sandipta BhanjaPosted: 07:35 PM Feb 01, 2025Updated: 07:35 PM Feb 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভই (Maha Kumbh 2025) ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে (Monalisa)। পেট চালাতে কুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছেন বিড়ালাক্ষী এই মালাপসারিণী। আসমুদ্রহিমাচলের নজর এখন তাঁর দিকে। এবার জানা গেল, তাঁর নায়কের নাম।

Advertisement

প্রথমবার বলিউডে পা রেখেই কার বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি? সনোজ মিশ্রর পরিচালনায় 'দ্য ডায়েরি অফ মণিপুর' (The Diary of Manipur) সিনেমায় দেখা যাবে মহাকুম্ভের এই ভাইরাল স্টারকে। সেই ছবিতেই রাজকুমার রাওয়ের ভাই অমিত রাওয়ের বিপরীতে অভিনয় করবেন মোনালিসা। সনোজের ছবিতেই জুটি বাঁধবেন তাঁরা। এর আগে পরিচালক 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবিটি পরিচালনা করেছিলেন। তবে সেই সিনেমা মুক্তির আলো দেখেনি! সম্প্রতি সনোজ মিশ্র খোদ মোনালিসার মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড ডেবিউয়ের খবর দেন।

জানা গেল, ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হবে। যোগ দেবেন কুম্ভ মেলা থেকে ভাইরাল হওয়া সোশাল সেনসেশনও। পরিচালনার পাশাপাশি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির গল্পকারও সনোজ নিজেই। এর আগে শোনা গিয়েছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান। সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল! যে মেয়ে স্কুলের গণ্ডি ছোঁয়নি কোনওদিন। বাড়িতে মা-বাবা। একমাত্র উপার্জনকারী। পাথরের মালা বিক্রিই পেশা। ভাইরাল হওয়ার পর বিরক্ত তরুণী বলেন, “লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পিছনে লোক দৌড়োচ্ছে। এ বছরের মেলা আমার সর্বনাশ করে দিল।” তাঁর পরিবারের লোকেরাও এসবে এতটাই তিতিবিরক্ত যে মোনালিসাকে খারগাঁও জেলার মাহেশ্বরের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন কুম্ভ মেলা থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সনোজ মিশ্রর পরিচালনায় 'দ্য ডায়েরি অফ মণিপুর' সিনেমায় দেখা যাবে মহাকুম্ভের এই ভাইরাল স্টারকে।
  • সেই ছবিতেই রাজকুমার রাওয়ের ভাই অমিত রাওয়ের বিপরীতে অভিনয় করবেন মোনালিসা।
  • সনোজের ছবিতেই জুটি বাঁধবেন তাঁরা।
Advertisement