shono
Advertisement
Alia Bhatt

১৯৬৫ ঘণ্টায় তৈরি আলিয়ার শাড়ি, বউমার 'মেট গালা' কীর্তিতে গর্বিত শাশুড়ি নীতু! বললেন...

কত জন কারুশিল্পী বানিয়েছেন আলিয়া ভাটের পোশাক? শুনলে তাজ্জব হবেন!
Posted: 03:21 PM May 07, 2024Updated: 03:21 PM May 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মেট গালা' মানেই ফ্যাশন প্যারেড। ২০২৪ সালের থিম 'গার্ডেন অফ টাইম'। আর তাতেই বাজিমাত করলেন আলিয়া ভাট (Alia Bhatt)। শাড়ির আভিজাত্য নিয়ে রেড কার্পেটে আগুন ঝরালেন বলিউডের 'গাঙ্গুবাই'। এই নিয়ে দ্বিতীয়বার মেট গালা (Met Gala 2024) অনুষ্ঠানে আলিয়া। আর 'বউমা'র কীর্তিতে গর্বিত 'শাশুড়ি' নীতু কাপুর (Neetu Kapoor)।

Advertisement

হাজার ঘণ্টারও বেশি সময় ধরে তৈরি অভিনেত্রীর ফুলেল শাড়ি। নেপথ্যে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। ১৬৩ জন কারুশিল্পী গোটা শাড়িতে ডিজাইন ফুটিয়ে তুলেছেন। যা তৈরি করতে তাঁদের সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বলিউড সুন্দরী যখন নিউ ইয়র্ক মাতাচ্ছেন, তখন ভারতে বসেই বউমার লুকে মুগ্ধ শাশুড়ি নীতু কাপুর। আলিয়ার 'মেট গালা' লুকে শেয়ার করে রণবীরের মা লিখেছেন, 'দুর্দান্ত।' নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার, মডেল ও হলিউড তারকাদের দেখা যায় এখানে। এই নিয়ে দ্বিতীয়বার 'মেট গালা'র রেড কার্পেটে আলিয়া।

আলিয়া ভাট এখন বলিউডের পাশাপাশি হলিউডেও পরিচিত। পশ্চিমী বিনিোদুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে কোনওরকম কসরত বাকি রাখছেন না 'কাপুর বাড়ির বউমা'। গ্লোবাল আইকন হিসেবে আন্তর্জাতিক আঙিনার বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে নিজেকে তুলে ধরছেন, তা বহুল প্রশংসিত হচ্ছে সর্বত্র। বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার পর নিন্দুকদের তরফে ‘নেপোকিড’ তকমা পাওয়া আলিয়া ভাট কিন্তু সম্প্রতি গোটা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম তুলে ফেলেছেন। এবার মেট গালার লাল গালিচায় আগুন ঝরালেন সব্যসাচী মুখোপাধ্যায়ের কাস্টমমেড শাড়িতে। যা দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। নেটপাড়ার একাংশ তো তাঁকে বলিউডের 'প্রকৃত রানি' বলেও সম্বোধন করলেন।

[আরও পড়ুন: ‘জাগো, জনতা জনার্দন’, ভোট উৎসবে যোগ দেওয়ার আর্জি ‘রাম’ রণবীর, করণ-সিদ্ধার্থের]

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। ‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। শুধু অভিনেত্রী হিসেবে নন, বরং প্রযোজক হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সিংহভাগ প্রযোজকরা যখন বক্স অফিসের নম্বর নিয়ে মাথা ঘামান কিংবা বক্স অফিসের ইঁদুর দৌড়ে শামিল হন, তখন আলিয়া ভাট কিন্তু চিরাচরিত পথে হাঁটেন না। বরং প্রযোজক হিসেবে কনটেন্টকেই রাজার সিংহাসনে বসান আলিয়া।

[আরও পড়ুন: লোকসভা ভোটের মাঝেই বিজেপিতে যোগ দিলেন শেখর সুমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement