shono
Advertisement

Breaking News

Diljit Dosanjh

কনসার্টে মদ-মাংসের প্রচার! দিলজিৎ দোসাঞ্ঝকে আইনি নোটিস তেলেঙ্গানা সরকারের

হায়দরাবাদে শোয়ের আগেই আইনি বিপাকে পাঞ্জাবি পপস্টার।
Published By: Sandipta BhanjaPosted: 10:21 AM Nov 15, 2024Updated: 10:21 AM Nov 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ জয় করে সদ্য দেশে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। তাঁর 'দিল-লুমিনাটি' শো ঘিরে ছিল তুমুল উন্মাদনা। দিল্লির কনসার্টে হাজার হাজার শ্রোতা-অনুরাগীরা পাঞ্জাবি পপস্টারের গান শুনতে ভিড় জমিয়েছিলেন। তবে এবার হায়দরাবাদ কনসার্টের আগেই বিপত্তি! তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিস পেলেন দিলজিৎ। যেখানে কড়া ভাষায় পাঞ্জাবি পপস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন মদ-মাংসের প্রচার না করেন।

Advertisement

প্রথমে চণ্ডীগড়ের এক অধ্যাপক পণ্ডিতরাও ধরেনাভরের তরফে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর অভিযোগ, "পাঞ্জাবি পপস্টারের লাইভ শোয়ের গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।" সেই অভিযোগপত্রের সঙ্গে প্রমাণস্বরূপ একটি ভিডিও জুড়ে দিয়েছিলেন পেশায় অধ্যাপক ওই ব্যক্তি। যেখানে দেখা যাচ্ছে, দিলজিৎ দোসাঞ্ঝ তাঁর লাইভ শোয়ে মদ, মাদক এমনকী হিংসাকে প্রচার করছে। সেই ভিডিওটি অক্টোবর মাসের ২৬-২৭ তারিখের। যেদিন পাঞ্জাবি পপস্টার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্ট করেছিলেন। সেই আইনি নোটিসে এও উল্লেখ করা হয়েছে যে, "শো চলাকালীন দিলজিৎ যেন কোনওভাবেই শিশু বা ১৩ বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসেন। কারণ সেখানে ১২০ ডেসিবলের বেশি শব্দ এবং লেজার লাইটের রংচঙে আলো দুটোই ওই বয়সের যে কোনও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ।" এদিকে শুক্রবারই সন্ধে ৭টার সময়ে হায়দরাবাদে জিএমআর এরিনাতে দিলজিৎ দোসাঞ্ঝের 'দিল-লুমিনাটি' কনসার্ট রয়েছে।

তরুণ প্রজন্মের সংগীতজগতের অন্যতম ‘আইকন’ দিলজিৎ দোসাঞ্ঝ। দেশ-বিদেশ যেখানেই তিনি অনুষ্ঠান করুন না কেন, ভক্তদের ভিড় লেগেই থাকে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামেও সেই দৃশ্য ধরা পড়েছিল। কিন্তু তার পর স্টেডিয়ামের যে ছবি ধরা পড়ল, তা রীতিমতো উদ্বেগের। মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতল! দিলজিতের কনসার্টের পর দিল্লির স্টেডিয়াম কার্যত 'আস্তাকুঁড়ে' হয়ে উঠেছিল। সেটা নিয়েও নিন্দার ঝড় উঠেছিল। এবার হায়দরাবাদে শোয়ের আগে তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিস পেলেন পাঞ্জাবি পপস্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির কনসার্টে হাজার হাজার শ্রোতা-অনুরাগীরা পাঞ্জাবি পপস্টারের গান শুনতে ভিড় জমিয়েছিলেন। তবে এবার হায়দরাবাদ কনসার্টের আগেই বিপত্তি!
  • তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিস পেলেন দিলজিৎ।
  • কড়া ভাষায় পাঞ্জাবি পপস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন মদ-মাংসের প্রচার না করেন।
Advertisement