সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজের চোখ রাঙানি, কুকথার তোয়াক্কা করেননি। শুধু একে অন্যের চোখের গভীরতায় মন হারিয়েছেন। বিশ্বাসের ভিতে তৈরি করেছেন প্রেমের শক্ত দেওয়াল। এই দেওয়ালে যেন প্রেমের চূড়ান্ত রং ভরে দিলেন যশ দাশগুপ্ত। প্রিয়তমার জন্মদিন বলে কথা! আদুরে ভিডিও শেয়ার করেই নুসরত জাহানকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা।
'সূর্য ডোবার পালা' আসতেই যশ-নুসরতের ভিডিওটি শুট করা। সুবিশাল জলরাশির সামনেই নুসরতকে আদরের উষ্ণতায় ভরিয়ে দেন যশ। সেই ভিডিও পোস্ট করে লেখেন, 'আমাদের আরও হাসি, অ্যাডভেঞ্চার আর ছোটখাটো ঝগড়ার জন্য! পরমেশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেন যা তুমি চাও, কারণ তুমি সেটাই ডিজার্ভ করো। এক বলিষ্ঠ নারী ও সুন্দর হোমমেকারের ভারসাম্য বজায় রাখতে পারো তুমি। এজীবনে তোমায় পেয়ে আমি ধন্য। একসঙ্গে অবিস্মরণীয় স্মৃতির আরেকটা বছরের জন্য চিয়ার্স! জন্মদিনটা খুব ভালো কাটুক।'
টলিউডের সবচেয়ে চর্চিত রিয়েল লাইফ জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিচ্ছেদের সময় থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শোনা যেতে থাকে। অ্যানালমেন্টের মাধ্যমে নিখিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নুসরত। এরপরই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়। যশ-নুসরতের প্রেমের জল্পনা আরও জোরদার হয়।
নুসরতের সন্তানের বাবা কে? একসময় এই প্রশ্ন উঠেছিল। পরে ছেলে ঈশানের বাবা হিসেবে যশের নামই নথিভূক্ত করেন নুসরত। শোনা যায়, ২০২০ সালেই যশকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। এক ঈশানকে নিয়ে সুখের সংসার। সময় পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন তারকা যুগল। একসঙ্গে প্রযোজনা সংস্থা খুলেছেন। যার আগামী ছবি 'আড়ি'। ছবিতে যশ-নুসরত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। নতুন বছরের পয়লা বৈশাখেই মুক্তি পাবে 'আড়ি।' তার আগে জন্মদিনটা চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।