সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা জানুয়ারি, কল্পতরু উৎসব (Kalpataru Utsav 2025)। আর সেই শুভক্ষণেই রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' (Binodiini-Ekti Natir Upakhyan) ছবির রামকৃষ্ণের লুক প্রকাশ্যে এল। পরনে সাদা থান। কাচাপাকা দাড়ি। পরমহংস মুদ্রায় বসে চন্দন রায় সান্যাল। শ্রীরামকৃষ্ণের (Ramkrishna) লুকে বলিউড অভিনেতাকে চেনা দায়!
রামকমল মুখোপাধ্যায় পরিচালিত পিরিয়ড ড্রামা 'বিনোদিনী' যে নতুন বছরের শুরুতেই মহাচমক দিতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। উচ্ছ্বসিত চন্দন রামকৃষ্ণ অবতারে নিজের লুক শেয়ার করে লিখেছেন, 'শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের কল্পতরু উৎসবের শুভক্ষণে ম্যাগনাম অপাস 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' রামকৃষ্ণের বহু প্রতীক্ষিত লুক প্রকাশ্যে আনতে পেরে আমরা ভাগ্যবান। থিয়েটার কিংবদন্তী বিনোদিনী দাসীর জীবনকাহিনি বড়পর্দায় আনার প্রাক্কালে ২০২৫ সালের প্রথম দিনই ঈশ্বরের আশীর্বাদ চাইছি আমরা।'
সম্প্রতি নতুন বছর থেকে স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হওয়ায় আবেগপ্রবণ রুক্মিণীর চোখে জল চলে এসেছিল। সেকথা জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন, 'খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলাম। আজকে মনে হচ্ছে, ১৪০ বছরের লড়াই সার্থক হল। এটা শুধু বিনোদিনীর নয়, বাংলার অগণিত নারীর জয়।' উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, '১৪০ বছর ধরে একজন নারী যে লড়াই করেছে, তাঁকে যোগ্য সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ দিদি। কীভাবে আপনাকে ধন্যবাদ জানাবে, তা বুঝতে পারছি না। একজন নারী হয়ে, আরেকজন নারীকে সম্মান ফিরিয়ে দিলেন আপনি। বিনোদিনীর পুরো টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।'
মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে চমক দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। কালীপুজোর দিন যেন ধামাকা করলেন টলিউডের প্রতিভাবান এই অভিনেত্রী। সেদিনই মুক্তি পেয়েছিল তাঁর আগামী ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর টিজার। আর টিজারেই ইঙ্গিত, একেবারে নিজেকে ভেঙেচুরে নতুন অবতারে পর্দায় ধরা দেবেন রুক্মিণী। এবার অপেক্ষা বাকি চরিত্রদের লুকপ্রকাশের। রামকমলের ‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। চমক রয়েছে আরও। বিনোদিনীর জীবন কাহিনীর এক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে। এখানেই শেষ নয়। ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি। সব মিলিয়ে দারুণ এক স্টারকাস্ট নিয়ে ২৩ জানুয়ারি পর্দায় আসতে চলেছে 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'।