shono
Advertisement
Payel Mukherjee

‘৫ নং স্বপ্নময় লেন’-এর পর বলিউড, আরবাজ খানের সঙ্গে ছবি পায়েলের

নতুন বছরে আর কোন কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?
Published By: Suparna MajumderPosted: 02:53 PM Jan 03, 2025Updated: 02:53 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘৫ নং স্বপ্নময় লেন’-এর পর নতুন বছরেও স্বপ্নের খোঁজে পায়েল মুখোপাধ‌্যায়। আরবাজ খানের সঙ্গে যে ছবিতে পায়েল অভিনয় করছেন তার নাম ‘মূত্র বিসর্জন বর্জিত হ‌্যায়।’ জানুয়ারিতে শুরু হয়ে যাবে শুটিং।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ বেশ ভালো কেটেছে পায়েল মুখোপাধ‌্যায়ের। মানসী সিনহা পরিচালিত ‘৫ নং স্বপ্নময় লেন’ দর্শকের ভালোবাসা পেয়েছে, পুরনো দিনের ছবির মেজাজ তাদের ছুঁয়ে গিয়েছে। প্রশংসিত হয়েছে পায়েলের অভিনয়। এবার পঁচিশের পালা। নতুন বছরে শুধু টলিউড নয়, বলিউডেও পায়েলকে দেখা যাবে। আরবাজ খানের সঙ্গে এক ছবিতে অভিনয় করছেন বাংলার নায়িকা।

টলিউডের পরিচিত মুখ পায়েল। রাজ্যের সীমানা অতিক্রম করেছেন আগেই। স্বপ্ন ছোঁয়ার তাগিদে বাংলার পাশাপাশি হিন্দি, তেলুগু, মালয়ালম ছবিতেও বেশ কিছু কাজ করেছেন। ‘৫ নং স্বপ্নময় লেন’ নিয়ে বেশ খুশি অভিনেত্রী। তাঁর কথায়, "খুব ভালো রিভিউ পেয়েছি আমরা। যাঁরা ছবিটা দেখেছেন, তাঁরা উচ্ছ্বসিত।"

কিছুদিন পরই আর্য বব্বরের সঙ্গে একটি হিন্দি ছবি মুক্তি পাবে পায়েলের। ছবির নাম ‘অন্তর যুদ্ধ।’ পরিচালনায় সমীর পাণ্ডে। আরবাজ খানের সঙ্গে যে ছবিতে পায়েল অভিনয় করছেন তার নাম ‘মূত্র বিসর্জন বর্জিত হ‌্যায়।’ জানুয়ারিতে শুরু হয়ে যাবে শুটিং। পরিচালনায় সুনীল শুব্রামণি। কোভিডের সময়কালের পর থেকেই দক্ষিণী ইন্ডাস্ট্রি এবং মুম্বইয়ে কাজ করছেন পায়েল। যদিও তাঁর ভিত কলকাতা।

পড়াশোনাতেও বেশ ভালো পায়েল। এম. ফার্ম (ফার্মোকলজি অনার্স) ডিগ্রি রয়েছে তাঁর। কলেজে অধ‌্যাপনাও করেছেন। তার পাশাপাশি চলত অভিনয়। অন্ত্রেপ্রেনর হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পায়েল। চালাচ্ছেন হেলথ কেয়ার ইউনিট। ২০২০ সালে বাংলাদেশের ‘গণ্ডি’ ছবির সুবাদে পায়েল সুনাম কুড়িয়েছিলেন। যার পরিচালনায় ফাখরুল আরেফিন খান, যে ছবিটি ওপার বাংলায় একাধিক ন‌্যাশনাল অ‌্যাওয়ার্ডও পেয়েছিল। এপ্রিল মাসে মুক্তি পায়েলের নতুন ছবি ‘মনফকিরা’র। অনির্বাণ বসু রায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে মুখ‌্য চরিত্রে অভিনয় করেছেন তিনি ও সায়ন ঘোষ। রয়েছেন অনিন্দ‌্যপুলক বন্দ্যোপাধ‌্যায়। এছাড়া বেশ কিছু বাংলা-হিন্দি এবং দক্ষিণী রিলিজ রয়েছে পায়েলের নতুন বছরে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘৫ নং স্বপ্নময় লেন’-এর পর নতুন বছরেও স্বপ্নের খোঁজে পায়েল মুখোপাধ্যায়।
  • আরবাজ খানের সঙ্গে যে ছবিতে পায়েল অভিনয় করছেন তার নাম ‘মূত্র বিসর্জন বর্জিত হ্যায়।’ জানুয়ারিতে শুরু হয়ে যাবে শুটিং।
Advertisement