shono
Advertisement
Palash Muchhal

স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিতের পর প্রেমানন্দজির শরণে পলাশ, 'প্রায়শ্চিত্তে' ভক্তিই ভরসা?

Palash Muchhal Visits Premanandji Maharaj: পলাশের বিরুদ্ধে 'চিটিং'য়ের অভিযোগ উঠেছে।
Published By: Arpan DasPosted: 12:45 PM Dec 03, 2025Updated: 04:15 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুছলের বিয়ে আপাতত স্থগিত। এমনকী বিয়ে আদৌ হবে কি না, সেই নিয়ে সংশয় আছে। বলিউডের সুরকারের বিরুদ্ধে 'চিটিং'য়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁকে দেখা গেল প্রেমানন্দজি মহারাজের আশ্রমে। ভাইরাল ছবি দেখে অনেকেই প্রশ্ন করছেন, যাবতীয় কেলেঙ্কারি থেকে 'উদ্ধার' পেতে কি ভক্তিই শক্তি পলাশের?

Advertisement

প্রেমানন্দজি মহারাজের আশ্রমে সেলিব্রিটিদের যাওয়া নতুন কিছু নয়। বিরাট কোহলি-অনুষ্কা শর্মারাও প্রায়ই কানপুরের আশ্রমে যান। এবার সেখানে দেখা গেল পলাশকে। মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকলেও তাঁকে চিনতে অসুবিধা হয়নি। বিশেষ করে কোঁকড়ানো চুল ও হাতের মেহেন্দি দেখে অনেকেই পলাশকে চিনতে পেরেছেন। প্রেমানন্দ মহারাজের কাছে পলাশকে দেখে নেটিজেনরা খোঁচা দেওয়ার সুযোগ ছাড়ছেন না। অনেকে বলছেন, 'পলাশ প্রায়শ্চিত্ত করতে গিয়েছেন।' আবার অনেকে লিখেছেন, '১৮ নম্বর জার্সির সমস্যা মেটাতে প্রেমানন্দজি মহারাজই ভরসা।' কারণ কোহলি ও স্মৃতি দু'জনের জার্সি নম্বর ১৮। যদিও দু'জনের সমস্যা আলাদা।

সবকিছু ঠিক থাকলে গত ২৩ নভেম্বর বিয়ে হয়ে যেত স্মৃতি এবং পলাশের। কিন্তু ওইদিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। পরদিনই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায়, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। পরে বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। প্রশ্ন উঠছে, এহেন পরিস্থিতিতে কি পলাশকে বিয়ে করবেন স্মৃতি? বিশ্বকাপ জয়ী ব্যাটারের দাদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিয়ে নিয়ে তাঁরা এখনই কিছু ভাবছেন না।

এর মধ্যে প্রকাশ্যে এসেছেন পলাশ। সম্প্রতি তাঁকে বিমানবন্দরে দেখা যায়। বিমানবন্দরে তিনি ঢুকতেই পাপারাৎজ্জিরা ঘিরে ধরেন। হাসিমুখে হাতও নাড়ান পলাশ। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন। পলাশের মা ও আত্মীয়দের সঙ্গে দেখা যায়। পলাশের মা অমিতা বেশ হাসিখুশিই ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুছলের বিয়ে আপাতত স্থগিত। এমনকী বিয়ে আদৌ হবে কি না, সেই নিয়ে সংশয় আছে।
  • বলিউডের সুরকারের বিরুদ্ধে 'চিটিং'য়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁকে দেখা গেল প্রেমানন্দজি মহারাজের আশ্রমে।
  • ভাইরাল ছবি দেখে অনেকেই প্রশ্ন করছেন, যাবতীয় কেলেঙ্কারি থেকে 'উদ্ধার' পেতে কি ভক্তিই শক্তি পলাশের?
Advertisement