shono
Advertisement

Breaking News

Kanchan Sreemoyee

'ওশ আমার সন্তানসম', মন্তব্য শ্রীময়ীর, 'কাঞ্চনকে মিস করে না ছেলে', পালটা প্রাক্তন পিঙ্কির

তবে কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের জন্য আশীর্বাদ, শুভেচ্ছাবার্তা পিঙ্কির। কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 01:11 PM Dec 19, 2024Updated: 01:11 PM Dec 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "ওশ-কৃষভি দুজনেই আমার সন্তান, দয়া করে ওদের ছেড়ে দিন", শিশুদিবসে আর্জি জানিয়েছিলেন কাঞ্চন মল্লিক। কাঞ্চন-শ্রীময়ীর সংসার এখন কৃষভিময়। অন্নকূটের দিনই তাঁদের পরিবারে 'সন্তান' এসেছে। দেড় মাসের কন্যাই তাঁদের ধ্যান-জ্ঞান। তবে ওশকে কি মিস করেন না কাঞ্চন বা শ্রীময়ীর কেউই?

Advertisement

দিন দুয়েক আগেই সংবাদ প্রতিদিন ডট ইন-এর সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, "ওশও আমার সন্তানের মতোই। কৃষভির মতোই। একজন মা হিসেবে একজন নারী হিসেবে কোনওদিনই কাঞ্চনকে ওঁর ছেলের কাছে যেতে বাঁধা দিতে পারি না আমি। কাঞ্চন আজও ছেলেকে খুব ভালোবাসে। মিস করে। আমাদের বাড়ির দরজা ওশের জন্য সবসময়ে খোলা। ওশও বড় হয়ে যদি কাঞ্চনের সামনে এসে দাঁড়ায়, তাহলে কখনও মা হিসেবে বাঁধা দেব না।" রাজ চক্রবর্তীর 'সন্তান'-এর প্রিমিয়ারে জুটিতে গিয়েও সেই একই অনুভূতির কথা জানিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। 'সন্তান' ছবিতে যেভাবে মা-বাবার প্রতি অবহেলার হৃদয়বিদারক কাহিনি দেখানো হয়েছে, তা দেখতে দেখতে কাঞ্চনের চোখের জল বাঁধ মানেনি, সেকথাও জানালেন শ্রীময়ী। হাজার হোক বাবার মন। তাঁরও দু পক্ষের দু সন্তান রয়েছে। এবার কাঞ্চন-ঘরনির মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

এক সংবাদমাধ্যমের কাছে পিঙ্কি জানিয়েছেন, "ওশ বাবাকে মিস করে না। আমরা চাই ওঁরা খুব ভালো থাক। যতটা ভালো থাকা যায়।" এরপরই তাঁর সংযোজন, "কৃষভিও আমার কাছে সন্তানসম। খারাপ সবকিছুর থেকে যেন ওকে ব্রহ্মাণ্ড রক্ষা করে। খুব ভালো থাকুক ও।" পিঙ্কির সঙ্গে যে খারাপ কিছু হয়নি, যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। সেকথাও উল্লেখ করলেন তিনি। এর আগেও পিঙ্কি জানিয়েছিলেন, "ওশ ভীষণই ম্যাচিওর। সেভাবেই তাকে বড় করে তুলছেন তিনি। তাঁর কথায়, ওশ খুব বাধ্য সন্তান। পড়াশোনায় ভালো। সন্তান মানুষ করার সময়টা তপস্যার মতো, তাই এটা নিয়ে খুব একটা কথা বলা উচিত নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাঞ্চন-শ্রীময়ীর সংসার এখন কৃষভিময়।
  • সংবাদ প্রতিদিন ডট ইন-এর সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, "ওশও আমার সন্তানের মতোই। কৃষভির মতোই।"
  • পিঙ্কি জানিয়েছেন, "ওশ বাবাকে মিস করে না। আমরা চাই ওঁরা খুব ভালো থাক।"
Advertisement