সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরকে নিয়ে বলিউডে গসিপের অন্ত নেই। একাধিকবার একাধিক নারীসঙ্গে জড়িয়ে বিতর্ককে 'খাল কেটে' ডেকে এনেছেন! কাপুরনন্দনের কেচ্ছা একসময়ে বিটাউনে রীতিমতো 'টক অফ দ্য টেবিল' হয়ে উঠেছিল। উদ্ধত, বদমেজাজি কিংবা রমণীমোহন, নানাভাবে সমালোচিত হতে হয়েছে অভিনেতাকে! কিন্তু সেই রণবীর কাপুরই এখন ঘোরতর সংসারী। কেরিয়ারেও তুলনামূলক ফোকাসড। সুপারস্টার কাপুর যে বর্তমানে বলিউডের সবথেকে দামি অভিনেতাদের মধ্যে অন্যতম, তা বললেও অত্যুক্তি হয় না। কিন্তু রণবীরের মধ্যে নাকি কাপুর সাম্রাজ্যের লিগ্যাসির ছিটেফোঁটাও নেই? এমনই বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন পীযূষ মিশ্র।
পীযূষ বলিউডের স্বনামধন্য লেখক তথা অভিনেতা। 'গ্যাংস অফ ওয়াসেপুর', 'গুলাল', 'রকস্টার' থেকে 'পিঙ্ক', 'অগ্নিপথ', 'তামাশা'র মতো একাধিক সিনেমায় নজর কেড়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিনেতাই রণবীরকে নিয়ে মুখ খুলেছিলেন। কাপুরনন্দনের সঙ্গে 'রকস্টার', 'তামাশা'য় অভিনয় করেছিলেন পীযূষ। কেমন অভিজ্ঞতা? কিংবা বলিউডের আর পাঁচজন তারকার থেকে রণবীরই বা কতটা আলাদা? সেপ্রসঙ্গে কথা বলতে গিয়েই পীযূষ জানান, সেটে প্রথমদিন থেকেই সুপারস্টার কাপুর নাকি তাঁকে হতবাক করে দিয়েছিলেন নিজের বেপরোয়া আচরণে। সেটা কেমন?
পীযূষ মিশ্র এবং রণবীর কাপুর
পীযূষের কথায়, "ছেলেটি এক্কেবারে অন্যদের থেকে আলাদা। এত্ত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে আজ পর্যন্ত দেখিনি আমি। ক্যামেরা চললে যেমন পুরোপুরি চরিত্রের মধ্যে ঢুকে যায়। শট দেওয়ার সময়ে যতটা ফোকাসড থাকে, ক্যামেরা বন্ধ হলেই রণবীর একেবারে অন্য মানুষ হয়ে যায়। তখন আর কাপুর বংশের লিগ্যাসি ওর মধ্যে কাজ করে না। ওর বাবা, ঠাকুরদা, এমনকী প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের কথাই যদি বলি, পারিবারিক লিগ্যাসির ছিটেফোঁটা দায়ভারও বহন করে না রণবীর। শট দেওয়ার বাইরে ও একেবারে মুক্ত বিহঙ্গ। ঠিক যতটা দায়িত্ব নিয়ে শুটিং করে, শট দেয়, কাজের বাইরে ততটাই বেপরোয়া রণবীর। কাপুর বংশের উত্তরাধিকার হিসেবে বাড়তি কোনও চাপই নেয় না।" যদিও কটাক্ষের সুরে নয়, রণবীরকে নিয়ে কথাগুলো রসিকতাচ্ছলেই বলেন পীযূষ, তবে লেখক-অভিনেতার এহেন মন্তব্য নিয়ে আপাতত বিস্তর হইচই!
