shono
Advertisement
Prakash Raj

'ফেকু মহারাজদের কাণ্ড দেখুন', পুণ্যস্নানের ভুয়ো ছবি ছড়াতেই অভিযোগ দায়ের প্রকাশ রাজের

মহাকুম্ভের ভুয়ো ছবি ঘিরে মারাত্মক কটাক্ষের শিকার হতেই মুখ খুললেন অভিনেতা।
Published By: Sandipta BhanjaPosted: 03:06 PM Jan 29, 2025Updated: 03:06 PM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতারদের পাশাপাশি সেলেবরাও মহাকুম্ভে যোগ দিচ্ছেন। নিত্যদিন সেখান থেকে তারকাদের পুণ্যস্নান আবার কখনও বা প্রয়াগরাজের কোনও আখড়া থেকে তাঁদের ছবি-ভিডিও ভাইরাল হচ্ছে। এসবের মাঝেই সোশাল মিডিয়ায় প্রকাশ রাজের (Prakash Raj) একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন প্রবীণ দক্ষিণী তারকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বরাবর গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হওয়া প্রকাশ রাজও কি তাহলে মহাকুম্ভে (Maha Kumbh 2025) যোগ দিয়েছেন? যার জেরে মারাত্মক কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে তাঁকে। ভাইরাল ছবির সত্যতা ঘিরে এবার নিজেই মুখ খুললেন দক্ষিণী অভিনেতা।

Advertisement

প্রকাশ রাজ সাফ জানালেন, "তিনি মহাকুম্ভে যোগ দেননি। এই ভাইরাল ছবি সম্পূর্ণ ভুয়ো। অভিনেতা সোশাল মিডিয়ায় লিখলেন, ভুয়ো খবর থেকে সাবধান! ফেকু মহারাজের ধর্মান্ধ এবং কাপুরুষ সেনাবাহিনীর একমাত্র কাজ মিথ্যে খবর ছড়ানো। এমন পবিত্র অনুষ্ঠান নিয়েও কুৎসা রটাচ্ছে। কী নির্লজ্জ! ওই জোকারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এবার এর পরিণতি ভোগ করতে হবে।" অভিনেতা জানিয়েছেন, কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করেই এই ছবি তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত কেন্দ্রের মোদি সরকারের প্রখর সমালোচক প্রকাশ রাজ। একাধিকবার বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁকে। গেরুয়া শিবির সমর্থক তারকাদেরও বিঁধতে ছাড়েন না দক্ষিণী অভিনেতা। গত লোকসভা ভোটের মুখেও ভুয়ো ছবির খপ্পরে পড়েছিলেন প্রকাশ রাজ। সেই সময়ে আচমকাই সোশাল মিডিয়ায় রটে যায়, অভিনেতা নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। ব্যস, অমনি ধোঁয়াশা সরিয়ে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন না। পাশাপাশি গেরুয়া শিবির সমর্থকদের উদ্দেশে তোপ দাগতেও পিছপা হননি তিনি। এবারও মহাকুম্ভে তাঁর পুণ্যস্নানের ভুয়ো ভিডিও দেখে চটলেন প্রকাশ রাজ। যার জেরে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোশাল মিডিয়ায় প্রকাশ রাজের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন প্রবীণ দক্ষিণী তারকা।
  • প্রকাশ রাজ সাফ জানালেন, "তিনি মহাকুম্ভে যোগ দেননি। এই ভাইরাল ছবি সম্পূর্ণ ভুয়ো।"
  • থানায় অভিযোগও দায়ের করেছেন প্রকাশ রাজ।
Advertisement