shono
Advertisement

Breaking News

‘দোস্তজী’র পর প্রসূনের নতুন ছবি, এবার পরিচালকের সঙ্গী হবেন বাংলাদেশের চঞ্চল!

বড় চমক দিতে প্রস্তুত পরিচালক প্রসূন।
Posted: 09:44 AM Jul 04, 2023Updated: 09:44 AM Jul 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দোস্তজী’ ছবির হাত ধরে গোটা বিশ্বের সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। আর এবার তাঁর নতুন ছবিতে বড় চমক দিতে চলেছেন প্রসূন। তারই ইঙ্গিত পরিচালকের নতুন ফেসবুকর পোস্টে।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। পরিচালক প্রসূন সম্প্রতি ফেসবুকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!’ প্রসূনের এই পোস্ট থেকেই টলিপাড়ায় জল্পনা। অনেকেই বুঝতে পেরেছেন চঞ্চলকে সঙ্গে নিয়ে হয়তো নতুন কোনও ছবির প্ল্যান করেছেন প্রসূন। পরিচালকের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও বাংলাদেশের পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকিও।

[আরও পড়ুন: সলমনের ফার্মহাউসে রয়েছে তারকাদের কবর, চলে শিশু পাচার চক্রও! বিস্ফোরক প্রতিবেশী]

অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন চঞ্চল। অবিকল যেন মৃণাল সেন, এমনটাই বলেছিলেন নেটিজেনরা। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। কোনও ছবিতে বেশি বয়সের ছাপ দেখা যাচ্ছে, কোনও বয়সে আবার ফুটে উঠেছে আভিজাত্য। আর তাতেই যেন বাজিমাত করছেন অভিনেতা। যদিও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এর আগে জানান, শুধুমাত্র লুকের জোরে নয়, ব্যক্তিত্বের নির্যাসে মিল থাকবে এমন অভিনেতাকেই খুঁজছিলেন তিনি। আর সেই খোঁজা শেষ হয় চঞ্চল চৌধুরীকে দেখে।

[আরও পড়ুন: Coronavirus Update: ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা, গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement