সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে একজোট টলিউড। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেনরা। প্রতিবাদ স্বরূপ দেবের 'খাদান' ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির 'বহুরূপী' সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবার এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
সোশাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে প্রসেনজিৎ লেখেন, "আর জি কর মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনায় এক মূল্যবান প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও বন্ধুরা, যাঁদের এই অপূরণীয় ক্ষতি হল তাঁদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এখন কোনও কথাই তাঁদের এই বেদনকে লাঘব করতে পারবে না।"
[আরও পড়ুন: লগ্নজিতার গানে মৃতা চিকিৎসক ও তাঁর প্রেমিকের জীবন জুড়ে! গায়িকার চোখেও জল]
এর পরই সুপারস্টারের সংযোজন, "আমি ভীষণভাবে এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং আর দোষীদের শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।"
এর আগে আর জি করে দাঁড়িয়ে এই ঘটনার বিচার দাবি জানিয়ে অপর্ণা সেন বলেন, "কলকাতার নাগরিক হিসেবে আমরা লজ্জিত। কলকাতাবাসী হিসেবে আমি লজ্জিত।" তারকার দাবি, রাজ্য সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিক যাতে মহিলারা সুরক্ষিতভাবে কাজ করতে পারেন। সিসিটিভি ক্যামেরা যথেষ্ট নেই কেন? সেই প্রশ্ন তুলে তিনি দাবি করেন, যে যে সরকারি সংস্থায় মেয়েরা কাজ করছেন। তাঁদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সুরক্ষার ব্যবস্থা হোক। দোষী কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান অভিনেত্রী-পরিচালক।