সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাপ্পা রাপ্পা’ করে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ মাত্র চার দিনেই সারা বিশ্বের সিনেমা হল থেকে আটশো কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। তাও আবার দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে। বাংলায় কত টাকা আয় করেছে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানাদের ছবি? শোনা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। আর টিকিটের চাহিদা এখনও তুঙ্গে।
মুক্তির দিন থেকেই ঝোড়ো ইনিংস খেলছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ মাত্র দুদিনেই প্রায় সাড়ে চারশো কোটি টাকা আয় করে ফেলেছিল সুকুমার পরিচালিত ছবি। তিন দিনে ছুঁয়ে ফেলে পাঁচশো কোটি টাকার মাইলস্টোন। আর চতুর্থ দিনে সারা বিশ্বে ছবির আয় মোট ৮২৯ কোটি টাকা। সুতরাং, হাজার কোটির মাইলস্টোন ছোঁয়া শুধুই সময়ের অপেক্ষা।
পুজোর সময় থেকেই বাংলার বক্স অফিস চাঙ্গা। 'বহুরূপী', 'টেক্কা', 'শাস্ত্রী'র কল্যাণে হলমুখী হয়েছেন দর্শকরা। লাইন দিয়ে দাঁড়িয়ে দেখেছেন বাংলা ছবি। এবার ‘পুষ্পা ২: দ্য রুল’-এর পালা। ছবি নিয়ে খুশি কলকাতার হলমালিকরা। প্রাচী সিনেমা হলের কর্ণধার বিদিশা বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চার দিনে ছবিটি ৪ লক্ষ টাকা আয় করে ফেলেছে। রাত ১০.৪০ মিনিটে বাড়তি শো-ও দিতে হয়েছে। নবীনা সিনেমা হলে ছবির আয় প্রায় ১৬ লক্ষ টাকা (চার দিনে)। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিনেমা হলের কর্ণধার নবীন চৌখানি।
‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে রাজ্যের ডিস্ট্রিবিউটাররাও বেশ খুশি। তাঁদেরই একজন জানান, চার দিনে প্রায় ১৬ কোটি টাকা বাংলা থেকে আয় করে ফেলেছে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাজিল অভিনীত ছবি। দেশের ব্যবসার নিরিখেও রেকর্ড করেছে 'পুষ্পা ২'। পাঁচ দিনে তিনশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে ছবিটি। আর তাতেই শাহরুখ খানের 'জওয়ান' সিনেমাকে ছাপিয়ে গিয়েছে দাক্ষিণাত্যের সিনেমা। কারণ দেশের আয়ের হিসেবে 'জওয়ান' সিনেমার তিনশো কোটির মাইলস্টোন ছুঁতে লেগেছিল ৬ দিন।